প্রতীকী ছবি।
লকডাউনের মধ্যে অর্থনীতির হাল কেমন হয়েছে, তার উপরে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাল আরএসপি-র যুব সংগঠন আরওয়াইএফ। তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আনলক-১ পর্বে এখন অর্থনৈতিক কার্যকলাপ প্রায় করোনা পূর্ববর্তী অবস্থার কাছাকাছি পৌঁছেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য নানা রকম উদ্যোগ, ‘আত্মনির্ভর’ ভারত গড়ার লক্ষ্যে নানা পদক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু আরওয়াইএফের রাজ্য সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, প্রধানমন্ত্রীর দাবির সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্যই এই বিষয়ে দ্রুত শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজীব। লকডাউনের মধ্যেই কেন্দ্রীয় সরকার যে ঢালাও বেসরকারিকরণ ও বিলগ্নিকরণের সিদ্ধান্ত ঘোষণা করেছে, তার প্রতিবাদ জানিয়ে কর্মসূচি অব্যাহত রেখেছে আরএসপি-সহ বামপন্থীরা। আয়কর দিতে হয় না, এমন সব পরিবারকে ৬ মাসের জন্য প্রতি মাসে ৭৫০০ টাকা আর্থিক সহায়তার দাবিও রয়েছে তাদের।