TMC

বিধানসভায় তৃণমূলের সংবিধান-প্রস্তাব ভাবনা

বিধানসভার আসন্ন অধিবেশনে সংবিধান রক্ষার পক্ষে একটি বিশেষ প্রস্তাব আনতে চলেছে শাসক তৃণমূল কংগ্রেস। আগামী ২৬ ও ২৭ নভেম্বর, এই দুই দিন ওই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৬:৩৭
Share:

— প্রতীকী চিত্র।

বিধানসভার আসন্ন অধিবেশনে সংবিধান রক্ষার পক্ষে একটি বিশেষ প্রস্তাব আনতে চলেছে শাসক তৃণমূল কংগ্রেস। আগামী ২৬ ও ২৭ নভেম্বর, এই দুই দিন ওই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

Advertisement

আসন্ন ২৬ নভেম্বরের ‘সংবিধান দিবস’কে সামনে রেখে রাজনৈতিক ভাবনা থেকেই এই প্রস্তাবের কথা ভাবা হয়েছে। আলোচনার দ্বিতীয় দিন অংশগ্রহণের কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। তার পরে ২৫ তারিখে বিধানসভার অধিবেশন শুরু হবে। এ বার অধিবেশন চলতে পারে সপ্তাহদুয়েক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement