— প্রতীকী চিত্র।
বিধানসভার আসন্ন অধিবেশনে সংবিধান রক্ষার পক্ষে একটি বিশেষ প্রস্তাব আনতে চলেছে শাসক তৃণমূল কংগ্রেস। আগামী ২৬ ও ২৭ নভেম্বর, এই দুই দিন ওই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।
আসন্ন ২৬ নভেম্বরের ‘সংবিধান দিবস’কে সামনে রেখে রাজনৈতিক ভাবনা থেকেই এই প্রস্তাবের কথা ভাবা হয়েছে। আলোচনার দ্বিতীয় দিন অংশগ্রহণের কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। তার পরে ২৫ তারিখে বিধানসভার অধিবেশন শুরু হবে। এ বার অধিবেশন চলতে পারে সপ্তাহদুয়েক।