State News

নারীর অধিকার চেয়ে পথে শাসক ও বিরোধী

শাসক ও বিরোধী— দুই শিবিরের কর্মসূচি থেকেই দাবি উঠল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাতিলের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২০ ০১:৩৭
Share:

শাসক দলের পাশাপাশি রবিবার পথে নামলেন বাম ও কংগ্রেস মহিলারা। —নিজস্ব চিত্র।

মহিলাদের অধিকার রক্ষার দাবিতে রবিবার আন্তর্জাতিক নারী দিবসে পথে নামল শাসক তৃণমূল এবং বিরোধী বাম ও কংগ্রেসের মহিলা সংগঠন। মাথায় ‘ভাত দাও’ লেখা হাঁড়ি নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী-কর্মীরা মিছিল করলেন শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত। আর গণতান্ত্রিক মহিলা সমিতি, প্রদেশ মহিলা কংগ্রেস-সহ প্রায় ৫০টি সংগঠন নিয়ে তৈরি ‘নারী স্বাধিকার সমন্বয়’-এর মিছিল হল মৌলালি থেকে পার্ক সার্কাস পর্যন্ত। শাসক ও বিরোধী— দুই শিবিরের কর্মসূচি থেকেই দাবি উঠল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাতিলের।

Advertisement

তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিলে ছিলেন সংগঠনের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা ও অসীমা পাত্র, রাজ্যসভার সাংসদ দোলা সেন, বিধায়ক স্মিতা বক্সী, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ। চন্দ্রিমার বক্তব্য, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার দেশের মানুষকে ভাত দিতে পারছে না। অর্থনীতি ধুঁকছে। মোদী জমানায় বেকারত্বের হার গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। এই পরিস্থিতি থেকে মানুষের নজর ঘোরাতে সিএএ, এনপিআর, এনআরসি আমদানি করছে কেন্দ্র। তাই আমরা ভাতের হাঁড়ি নিয়ে মিছিল করে মনে করাতে চাইছি, মানুষ ভাত চায়, বিভাজন নয়।’’

নারী স্বাধিকার সমন্বয়ের মিছিলের শেষে পার্ক সার্কাস মোড়ে মশাল জ্বেলে মানব-বন্ধন করেন বাম এবং কংগ্রেসের নেত্রী-কর্মীরা। পার্ক সার্কাস ময়দানে সিএএ বিরোধী মহিলা সমাবেশে গিয়েও সংহতি জানান তাঁরা। সমন্বয়ের তরফে কনীনিকা বসু (ঘোষ) বলেন, ‘‘বিজেপি-আরএসএস যখন মানুষের জীবন-জীবিকার উপরে ফ্যাসিবাদী আক্রমণ করছে, তখন মহিলাদের উপরেও অত্যাচার বাড়ছে। আর এ রাজ্যেও নারী পাচার, মহিলাদের উপরে অ্যাসিড হামলার ঘটনায় রাজ্য সরকার নিষ্ক্রিয়। তাই আমরা প্রতিবাদে পথে নেমেছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement