হরিয়ানায় নিহত শ্রমিক সাবির মল্লিকের বাড়িতে আরএসপি-র যুব ও ছাত্র প্রতিনিধিদল। —নিজস্ব চিত্র।
গো-রক্ষক বাহিনীর হাতে হরিয়ানায় খুন হওয়া বাসন্তীর যুবক, পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নিয়ে সরব হলেন আরএসপি-র ছাত্র ও যুব সংগঠন পিএসইউ এবং আরওয়াইএফ-এর প্রতিনিধিরা। বাসন্তী থানায় তাঁরা দাবিপত্রও দিয়েছেন। প্রতিনিধিদলে ছিলেন পিএসইউ-এর সাধারণ সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা, রাজ্য সম্পাদক কৌশিক ভৌমিক, আরওয়াইএফের রাজ্য সম্পাদক আদিত্য জোয়ারদার প্রমুখ। তাঁদের অভিযোগ, রাজ্যে শিল্প, কাজ নেই। দেশের মধ্যে সব থেকে কম পারিশ্রমিক এই রাজ্যে। তাই পশ্চিমবঙ্গের যুবকেরা প্রতিদিন ভিন্-রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। রাজ্য সরকারের উদাসীনতাকেই তাঁরা এর জন্য দায়ী করেন। সাবিরকে খুনের ঘটনা অন্য পরিযায়ী শ্রমিকদের পরিবারের কাছেও আতঙ্কের হয়ে উঠেছে বলে তাঁদের দাবি।