দেশদ্রোহের অভিযোগে নাগরিকদের হয়রান করা হচ্ছে বলে এ বার রাজ্যসভায় সরব হলেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই তিনি টেনে আনলেন ভাঙড়ের প্রসঙ্গ। রাজ্যসভার জিরো আওয়ারে শুক্রবার সিপিএম সাংসদ অভিযোগ করেন, ইউএপিএ-র মতো কঠোর আইন নির্বিচারে প্রয়োগ করা হচ্ছে। দেশদ্রোহী বা সন্ত্রাসমূলক কাজের অভিযোগ এনে নিশানা করা হচ্ছে সংখ্যালঘুদের। কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল সরকারের ভূমিকায় এই ক্ষেত্রে তফাত নেই বলেও অভিযোগ করেন তিনি। একযোগে বাধা দেন বিজেপি ও তৃণমূল সাংসদেরা। তবে ধর্মের নাম করে তাঁর কিছু মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন।