প্রতীকী ছবি।
আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষার ফল চলতি মাসের শেষে বেরোতে পারে। বোর্ড সূত্রে সোমবার এমনই সম্ভাবনার কথা বলা হয়েছে। এ বার পরীক্ষা শেষে হয়েছে ২১ এপ্রিল।
রবিবার থেকে কিছু খবরের পোর্টালে সমানে প্রচার চলছিল, সোমবার আইসিএসই-র ফল প্রকাশিত হবে। এই নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। কেননা পরীক্ষা শেষ হয়েছে সবে সপ্তাহ তিনেক আগে। তবু ফল বেরোচ্ছে শুনে সকালের দিকে অনেক পড়ুয়াই পৌঁছে যায় নিজেদের স্কুলে। এই বিষয়ে খোঁজ নিতে সংবাদমাধ্যমে ঘনঘন ফোন আসতে থাকে।
বোর্ডের সচিব জেরি অ্যারাথুন বলেন, ‘‘কোনও কোনও মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। তবে এখন কোনও ভাবেই ফল বেরোচ্ছে না। ফল ঘোষণার আগে বোর্ডের তরফে সংশ্লিষ্ট সকলকেই নিয়মমাফিক তা জানিয়ে দেওয়া হবে।’’ বোর্ডের এগ্জিকিউটিভ কমিটির সদস্য নবারুণ দে জানান, বিভিন্ন পোর্টালে ফল প্রকাশের খবর দেখে কলকাতার বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ এবং অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। রবিবার রাত থেকেই তাঁদের কাছে পরপর ফোন আসতে থাকে। তিনি বলেন, ‘‘এখনও মূল্যায়ন পর্বই পুরোপুরি শেষ হয়নি।’’ চলতি মাসের শেষ দিকে ফল ঘোষণার চেষ্টা চলছে বলে বোর্ড সূত্রের খবর।