Scheme Holders

প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের ২৬শে আমন্ত্রণ কেন্দ্রের

পিএম-কিসান, ফসল বিমা যোজনা থেকে নানা সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৮:২৬
Share:

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ১০ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। —প্রতীকী চিত্র।

মোদী জমানায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যাঁরা পেয়েছেন, বিজেপি প্রথম থেকেই তাঁদের পাকাপাকি ভোটব্যাঙ্ক হিসেবে তৈরি করতে নজর দিয়েছে। সেই লক্ষ্যে এ বার পিএম-কিসান, ফসল বিমা যোজনা থেকে নানা সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন্দ্রের দাবি, এ হল ‘জন ভাগীদারি’ বা সরকারি কাজে জনগণের অংশগ্রহণের পদক্ষেপ।

Advertisement

এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ১০ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এঁদের মধ্যে ৬০০-র বেশি গ্রামের প্রধান বা সরপঞ্চ রয়েছেন, যাঁদের গ্রামে ১০০% যোগ্য ব্যক্তিরাই প্রধানমন্ত্রী আবাস যোজনা, হর ঘর জল যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা-র মতো বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন। তাঁদের সঙ্গে কৃষি ঋণ সমবায় সংস্থা, পিএম-যশশ্বী, সূর্য ঘর যোজনা, পিএম-কুসুম প্রকল্প, পিএম-বিশ্বকর্মা, পিএম-মৎস্যসম্পদা যোজনা, রাষ্ট্রীয় গোকুল মিশনের মতো প্রকল্পের কয়েকশো করে সুবিধাপ্রাপ্তকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী বা আমলারা তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলবেন বলেও ঠিক হয়েছে। বিজেপি শিবির মনে করছে, এই আমন্ত্রিতেরা নিজেদের গ্রামে বা পাড়ায় মোদী সরকারের হয়ে ইতিবাচক বার্তা নিয়েই ফিরে যাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement