JP Nadda

নড্ডার বৈঠক মঙ্গলবার, জল্পনায় কৈলাস

কৈলাস বৈঠকে যোগ দিলে তাঁর সামনেই তাঁর বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ ঘটার আশঙ্কা করছেন দলীয় নেতাদের অনেকে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ০৬:৫৩
Share:

জগৎপ্রকাশ নড্ডা ফাইল চিত্র।

বিধানসভা ভোটে পরাজয়ের পরে কাল, মঙ্গলবার প্রথম রাজ্য কমিটির বৈঠকে বসছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডার সেখানে ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দেওয়ার কথা। এ ছাড়া, রাজ্য দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন এবং অমিত মালবীয়, আর এক কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ-সহ রাজ্য কমিটির সব সদস্যকেই ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাৎপর্যপূর্ণ হল, কৈলাস ওই বৈঠকে থাকবেন কি না, তা রবিবার রাত পর্যন্ত বিজেপি-র রাজ্য নেতৃত্ব জানেন না। তাই বৈঠকের বক্তার তালিকায় আপাতত কৈলাসের নাম রাখা হয়নি।

Advertisement

ভোটে বিজেপি নেতৃত্ব খুব চড়া সুরে প্রচার করেছিলেন, এ বার রাজ্যের শাসনক্ষমতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং সেখানে তাঁদের অভিষেক নিশ্চিত। কিন্তু বাস্তবে ফল হয়েছে উল্টো। বিজেপি ৭৭টি আসন পেয়েছে এবং আগের চেয়ে বেশি আসন জিতে ক্ষমতায় ফিরেছেন মমতা। এই ফলাফলের জন্য বিভিন্ন জেলায় বিজেপির অন্দরে পারস্পরিক দোষারোপ শুরু হয়েছে। কোথাও কোথাও দলের দুই শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। কৈলাসের নাম করেও অনেক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। তাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে বিজেপির রাজ্য দফতর এবং হেস্টিংসের কার্যালয়ের সামনে। ভোটে পরাজয়ের পর বিভিন্ন জেলায় দলীয় কর্মীরা যখন মার খাচ্ছেন, ঘরছাড়া থাকছেন, তখন কৈলাসকে তাঁদের পাশে দেখা যাচ্ছে না কেন, এই প্রশ্নও ইতিমধ্যেই দলের অন্দরে উঠতে শুরু করেছে। বিজেপি সূত্রের খবর, এই পরিস্থিতিতে কৈলাস বৈঠকে যোগ দিলে তাঁর সামনেই তাঁর বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ ঘটার আশঙ্কা করছেন দলীয় নেতাদের অনেকে।

বিজেপির রাজ্য কমিটির বৈঠকে কি কৈলাস থাকবেন না? দলের এক নেতা ব‌লেন, ‘‘উনি এখনও কিছু জানাননি। আপাতত তাঁকে বাদ রেখেই বক্তার তালিকা তৈরি হয়েছে। তিনি যোগ দেবেন বলে পরে জানালে বক্তার তালিকায় তাঁর নাম ঢোকানোর সুযোগ আছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement