প্রয়াত ইতিহাসবিদ সব্যসাচী ভট্টাচার্য

শরীরে যন্ত্রণা নিয়েই ব্রিটিশ আমলে এ দেশে মহাফেজখানার ইতিহাস নিয়ে বইয়ের কাজ শেষ করেন সব্যসাচী ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০৪:৩১
Share:

সব্যসাচী ভট্টাচার্য। —ফাইল চিত্র।

বছরখানেক আগেই অস্থিমজ্জায় ক্যানসারের খবরটা জেনে গিয়েছিলেন। কিন্তু অশীতিপর মানুষটির অক্লান্ত কাজ ও সন্ধানের তাগিদে ছেদ পড়েনি তাতে। শরীরে যন্ত্রণা নিয়েই ব্রিটিশ আমলে এ দেশে মহাফেজখানার ইতিহাস নিয়ে বইয়ের কাজ শেষ করেন সব্যসাচী ভট্টাচার্য।

Advertisement

অবিভক্ত বাংলা নিয়ে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিতব্য ‘কম্প্রিহেনসিভ হিস্ট্রি অব মডার্ন বেঙ্গল’-এর তিন খণ্ডের সম্পাদনাও একই সময়ে শেষ করেছেন তিনি। বইগুলির প্রকাশ অবশ্য দেখে যেতে পারলেন না ইতিহাসবিদ সব্যসাচীবাবু।

সোমবার সকালে অশ্বিনী দত্ত রোডের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর। সব্যসাচীবাবুর মেয়ে এখন আমেরিকায়। তিনি ফিরলে কাল, বুধবার ওঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টরিক্যাল রিসার্চ-এর সভাপতি সব্যসাচীবাবু ১৯৯১ থেকে চার বছর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement