diamond harbour

তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক

দীপকের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন চুপ থাকার পর লোকসভা নির্বাচনের পরে তিনি দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২৩:১৭
Share:

দীপক হালদারের ছবি দেওয়া সেই পোস্টার— নিজস্ব চিত্র।

ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের ছবি দিয়ে ‘দাদার অনুগামী’ লেখা পোস্টার ঘিরে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে। বুধবার সকাল থেকেই ডায়মন্ড হারবার শহর এবং আশপাশের এলাকায় চোখে পড়েছে এই পোস্টার।

Advertisement

এই পোস্টার নিয়ে কথা বলতে গিয়ে দলের বিরুদ্ধে বিক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক দীপক। তাঁর কথায় ‘‘দলের মধ্যে কাজের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে। দীর্ঘ চার বছর আমাকে কোন কাজ করতে দেওয়া হয়নি। মানুষ আমাকে ভালোবাসেন। পদ আজ আছে, কাল নেই। মানুষের ভালোবাসাই আমার কাছে বড়। দুঃখ একটাই, এলাকার মানুষের জন্য কাজ করতে দেওয়া হল না।’’

স্থানীয় সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনের কয়েক মাস পর থেকেই দলের অন্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয় দীপকের। এলাকায় দলের সব কাজ পরিচালনা করতে শুরু করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। বিধায়ক ছাড়াই অনুষ্ঠিত হতে থাকে দলীয় ও সরকারি সভা। দলের অনুষ্ঠানগুলিতে তৃণমূলের যুব নেতাদের দেখা গেলেও দীপককে আমন্ত্রণ করাই হয়নি বলে অভিযোগ। তিনি বলেন ‘‘আগে দলীয় অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হত। কিন্তু পরে আর জানানো হত না। দলীয় অনুষ্ঠানে ডেকেও প্রকাশ্যে অপমান ও লাঞ্ছনা করা হয়েছে। দলের ক্ষতি চাই না বলেই এতদিন চুপ ছিলাম।’’

Advertisement

দীপকের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন চুপ থাকার পর লোকসভা নির্বাচনের পরে তিনি দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। একাধিকবার গণমাধ্যমে পুলিশ-প্রশাসন এবং দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তৃণমূল যুব সভাপতিদেরকেও ‘নিশানা’ করে পোস্ট করেন তিনি। দলের অন্যান্য নেতৃত্বদের সঙ্গে যে তাঁর দূরত্ব বাড়ছিল তা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করে।

এরপর তাঁর বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন আসতে শুরু করে বিভিন্ন মহল থেকে। এর মধ্যেই বুধবার তাঁর ছবি দিয়ে পোস্টার দেখা গেল ডায়মন্ড হারবারে। পোস্টারে লেখা রয়েছে 'পদ নয় পতাকা, তৈরি আছে জনতা। তোমার প্রতি দুর্ব্যবহারের জবাব দিতে ডায়মন্ড হারবার তৈরি আছে। সৌজন্যে আমরা দাদার অনুগামী’।

এই পোস্টার ঘিরেই তৃণমূল বিধায়কের বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরাল হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিজেপিতে যোগ দেওয়ার কথা এড়িয়ে দীপক হালদার বলেন ‘‘এলাকার মানুষ সব সত্য জানেন। আমাকে ভালোবাসেন বলেই হয়ত এই পোস্টার লাগিয়েছেন। আমার অনুরোধ কোনও পোস্টারের দরকার নেই। দলমত নির্বিশেষে মানুষের কাজ করার চেষ্টা করে এসেছি। পদ না থাকলেও এই কাজ করে যাব।’’

দলীয় পরিচয়ের বাইরেও এলাকার মানুষের কাছে দীপকের গ্রহণযোগ্যতা রয়েছে বলেই মনে করেন দলের নেতা-কর্মীদের একাংশ। এলাকার বিজেপি নেতৃত্বদের অনেককেই শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেলেও দীপকের বিরুদ্ধে কাউকেই মুখ খুলতে দেখা যায় নি। তিনি বিজেপিতে এলে তাঁকে দলে স্বাগত জানানো বলেই জানিয়েছে এলাকার বিজেপি নেতৃত্ব। বিজেপি-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুফল ঘাটু বলেন ‘‘ওঁকে অনেক দিন ধরেই চিনি। তৃণমূলের বিধায়ক হলেও কোনও দিন খারাপ ব্যবহার করেননি। নিপাট ভদ্র মানুষ হিসেবেই জানি। ইদানিং যুব তৃণমূলের চাপে কোনও কাজ করতে পারছিলেন না। আমাদের দলে এলে ওঁকে অবশ্যই স্বাগত জানানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement