‘রাইড ফর হোপ’

দুর্ঘটনায় ডান পা কাটা পড়েছিল। পরিচিতদের অনেকেই ভেবেছিলেন, এ বার হুইল চেয়ারেই বাকি জীবনটা কাটাতে হবে। অসমের নগাঁওয়ের বাসিন্দা রাকেশ বণিক অবশ্য তেমনটা ভাবেননি।

Advertisement
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৭
Share:

ছবি-হিমাংশুরঞ্জন দেব

দুর্ঘটনায় ডান পা কাটা পড়েছিল। পরিচিতদের অনেকেই ভেবেছিলেন, এ বার হুইল চেয়ারেই বাকি জীবনটা কাটাতে হবে। অসমের নগাঁওয়ের বাসিন্দা রাকেশ বণিক অবশ্য তেমনটা ভাবেননি। কৃত্রিম পা লাগিয়ে কঠোর অনুশীলন করে চলাফেরার স্বনির্ভর হয়েছেন। তাতেও থেমে থাকেননি। প্রবল ইচ্ছাশক্তি আর হার না মানা মানসিকতার জোরে সাইকেল নিয়ে পাড়ি দিয়েছেন দিল্লি থেকে দিসপুর। ‘রাইড ফর হোপ’ নামের এই যাত্রা শুরু করার দশ দিনের মাথায় বুধবার রাকেশ পৌঁছলেন কোচবিহারে। তাঁর লক্ষ্য ৫ সেপ্টেম্বর অসমের দিসপুর পৌঁছনো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement