Viral Video of Vande Bharat

বন্দে ভারতের খাবারে ‘সাঁতার’ কাটছে জ্যান্ত পোকা! ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন যাত্রীকে দেওয়া সম্বরের উপর কালো রঙের পোকা ভেসে বেড়াচ্ছে। বন্দে ভারতের মতো ট্রেনে এমন নিম্নমানের খাবার দেখে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৭:৪০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

আবার সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে পাওয়া গেল পোকা। ঘটনাটি তিরুনেলভেলি থেকে চেন্নাই রুটের ট্রেনে ঘটেছে। সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরই সেই ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়। দ্রুত ব্যবস্থা নেয় রেলও।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন যাত্রীকে দেওয়া সম্বরের উপর কালো রঙের একটি জ্যান্ত পোকা ভেসে বেড়াচ্ছে। বন্দে ভারতের মতো ট্রেনে এমন নিম্ন মানের খাবার দেখে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। তাঁরা আইআরসিটিসির খাবারের গুণমান নিয়ও উদ্বেগ প্রকাশ করেছেন। কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর ভিডিয়োটি তাঁর এক্স হ্যান্ডল থেকে শেয়ার করে বন্দে ভারতের খাবারের স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে উল্লেখ করে এই ঘটনার বিরুদ্ধে রেল কী পদক্ষেপ করছে সেই বিষয়ে জানতে চান।

এই বিষয়ে রেল কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে জানিয়েছেন যে, তারা এই ব্যাপারে তদন্ত করেছে। ডিন্ডিহুল স্টেশনের এক জন স্বাস্থ্য পরিদর্শক খাবারটির প্যাকেজিং পর্যালোচনা করেছেন। রেলের তরফে জানানো হয়েছে, পোকাটি ডালের ভিতর ছিল না, সেই ডালটি যে অ্যালুমিনিয়মের পাত্রে ছিল তার ঢাকনায় আটকে ছিল। এই ঘটনার ফলস্বরূপ রেল থেকে সেই ক্যাটারিং পরিষেবা প্রদানকারী সংস্থাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে পোস্ট করে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। রেলের তরফে আরও জানানো হয়েছে, সেই খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই খাবার থেকে বিষক্রিয়া হয়েছে কি না সেটি খতিয়ে দেখার জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, এটিই প্রথম বার নয়। এর আগেও সুবোধ পহলাজন নামে এক যাত্রী ভোপাল-দিল্লি রুটের বন্দে ভারতে খাবারে আরশোলা পেয়েছিলেন। এই ঘটনার পর আইআরসিটিসির তরফে তাঁর কাছে ক্ষমা চাওয়া হয়েছিল। আবারও সেই একই ঘটনা ঘটল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement