Coronavirus Lockdown

লকডাউনে বন্ধ রেশন দোকান

তৃণমূল ক্ষমতায় থাকলে রাজ্যে বিনা পয়সায় রেশন বণ্টন চলবে। মঙ্গলবার একুশে জুলাইয়ের সভা থেকে এ কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ০২:২৪
Share:

প্রতীকী ছবি

লকডাউনের দিন খোলা থাকবে না রেশন দোকান। তবে রবি এবং সোমবার সম্পূর্ণ খোলা থাকবে দোকান। বুধবার ডিলার সংগঠনের সঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বৈঠক হয়। সেখানেই দোকান খোলা রাখার বিষয়ে কথা হয় বলে জানাচ্ছেন ডিলার সংগঠনের বিশম্ভর বসু।

Advertisement

তৃণমূল ক্ষমতায় থাকলে রাজ্যে বিনা পয়সায় রেশন বণ্টন চলবে। মঙ্গলবার একুশে জুলাইয়ের সভা থেকে এ কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই ২০২১ সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার সরকারি আদেশনামা বেরোল। খাদ্য দফতরের বুধবারের আদেশমানায় বলা হয়েছে, ২০২০ সালের অগস্ট থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত রাজ্যের সব গ্রাহকই বিনামূল্যে তাঁর প্রাপ্যের সঙ্গে বিশেষ প্যাকেজের সামগ্রীও পাবেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী বছরের জুন মাস পর্যন্ত এই রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

২০২০ সালের নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা গত ৩০ জুন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণার ৪৫ মিনিটের মধ্যেই ২০২১ সালের জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement