বিজেপি-আরএসএসের উগ্র জাতীয়তাবাদ এবং ধর্মান্ধতার রাজনীতি ঠেকাতে কাল, শনিবার কলেজ স্কোয়্যার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত পদযাত্রার ডাক দিলেন অশোক গঙ্গোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অশ্রুকুমার শিকদার, তরুণ সান্যাল, দিব্যেন্দু পালিত, মনোজ মিত্র, অশোক মুখোপাধ্যায়, মীরাতুন নাহার প্রমুখ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোকবাবু বলেন, ‘‘২০১১ সালে পশ্চিমবঙ্গে ও ২০১৪ সালে কেন্দ্রে যারা ক্ষমতায় এসেছে, তাদের মধ্যে মিল আছে। দুটো দলই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসেই গণতান্ত্রিক রীতি-নীতি বিসর্জন দিয়েছে।’’