রাজনৈতিক বার্তায় রাখি

বিজেপির রাজ্য দফতরেও রাখিবন্ধনে অংশ নেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ-সহ নেতারা। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ০৩:৫৫
Share:

রাজ্য জুড়ে রাখিবন্ধন উৎসবে রবিবার সামিল হল বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফে রাখিবন্ধন উৎসব পালিত হয় ধর্মতলা-সহ বেশ কিছু জায়গায়। ধর্মতলায় ছিলেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কোথাও ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, কোথাও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রাখি পরান কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। বিজেপির রাজ্য দফতরেও রাখিবন্ধনে অংশ নেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ-সহ নেতারা। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরান। ‘অনুপ্রবেশে’র বিরুদ্ধে রাখিবন্ধন করে ন্যাশনালিস্ট থিঙ্কার্স ক্লাব, রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ-সহ গেরুয়া শিবিরের কয়েকটি সংগঠন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে নাখোদা মসজিদ হয়ে জগন্নাথ ঘাট পর্যন্ত তাদের শোভাযাত্রায় পথচলতি মানুষ, পুলিশকর্মী, বাস-ট্যাক্সির চালকদের রাখি পরান বিজেপি নেত্রী বীথিকা মণ্ডল-সহ অনেক মহিলা। বামেরা এ দিন রাজ্যের সর্বত্র সাধারণ মানুষকে রাখি পরায় সম্প্রীতির বার্তা দিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement