ফাইল চিত্র।
মেট্রো সচল করার অনুরোধ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। লকডাউন শিথিলের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় নির্দেশিকায় এখনও মেট্রো সচল করার কথা বলা হয়নি। ফলে বিশেষক্ষেত্র হিসেবে মেট্রো চলাচলের অনুমতি পেতে রাজ্যের এই অনুরোধ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কলকাতায় কোটি কোটি মানুষ যাতায়াত করেন। মেট্রো পুরোপুরি বন্ধ রাখলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। মেট্রোকে অনুরোধ করা হচ্ছে, সীমিত পরিষেবায় অন্তত জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য একটা যদি চালু করে।’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে মুখ্যসচিব জানিয়েছেন, কলকাতা মেট্রো প্রতিদিন ৬-৭ লক্ষ যাত্রী বহন করে। রাজ্য সরকার যত বাসের ব্যবস্থা করেছে, তার পাশাপাশি অ্যাপ-ক্যাব এবং ট্যাক্সি চলছে রাস্তায়। সরকারি এবং বেসরকারি অফিসে এক তৃতীয়াংশ কর্মী কাজ করলেও যে সংখ্যায় যাত্রীরা পথে নামছেন, তাতে পরিবহণ ব্যবস্থার উপরে চাপ পড়ছে। সেই কারণে মেট্রো পরিষেবা শুরুর বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র।