রাজীব-স্মরণে মানুষের পাশে দাঁড়াতে যুব কংগ্রেসের উদ্যোগে। কলকাতায়। নিজস্ব চিত্র।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর ৭৭তম জন্মদিন উদযাপিত হল বিধান ভবনে। তবে সেখানে দেখা যায়নি প্রদেশ কংগ্রেসের কোনও বর্যীয়ান নেতাকে। সারা দেশের মতো এ রাজ্যেও কংগ্রেস দফতরে রাজীবের কর্মকাণ্ডের উপরে প্রদর্শনীর আয়োজন হয়েছিল। বিধান ভবনের অনুষ্ঠানে ছিলেন কৃষ্ণা দেবনাথ, মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল প্রমুখ। আবার বিধান ভবনের বাইরে যুব কংগ্রেসের উদ্যোগে রেশন কিট, খাবারের প্যাকেট, মাস্ক, গাছের চারা বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে। সেখানে ছিলেন শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদেরা। প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান যোগ দিয়েছিলেন হুগলি জেলা কংগ্রেসের রাজীব-স্মরণে। দমদম বিধানসভা কংগ্রেস কমিটির উদ্যোগে গোরাবাজারে প্রবীণ গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ছিলেন শুভঙ্কর, উত্তর ২৪ পরগনা জেলা (শহর) কংগ্রেস সভাপতি তাপস মজুমদার প্রমুখ।