Rajib Banerjee

১৬ জানুয়ারি ফেসবুক লাইভ করবেন রাজীব, পোস্ট দেখে মন্তব্যে নারাজ তৃণমূল

সম্প্রতি একাধিক কর্মসূচিতে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনার সুর শোনা গিয়েছে রাজীবের গলায়। কখনও তিনি বলেছেন, ‘দলে কাজ করার মতো পরিস্থিতি নেই’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ২০:৪৬
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

বেশ কয়েক মাস ধরে তিনি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকেন। দেখা যায় না দলীয় বৈঠকেও। মাঝে মাঝেই তাঁর মন্তব্য ‘বেসুরো’ বাজে। তাঁর নাম করে বাজারে পোস্টারও পড়ে, ‘আমরা দাদার অনুগামী’। ফলে তাঁকে নিয়ে রাজ্য রাজনীতিতে এমনিতেই নানা জল্পনা। সেই জল্পনাকে সোমবার তুঙ্গে তুলে দিল তাঁরই একটি ফেসবুক পোস্ট। যেখানে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়জানালেন, আগামী ১৬ জানুয়ারি শনিবার তিনি ‘ফেসবুক’ লাইভ করবেন। ওই লাইভে রাজীব কী বলবেন, তারই জল্পনায় আপাতত সরগরম বঙ্গ রাজনীতি।

Advertisement

রাজীব বর্তমানে রাজ্যের মন্ত্রী। পাশাপাশি হাওড়া জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর। সোমবার ফেসবুকে তিনি লিখেছেন, ‘সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে আমি সবসময় সোশ্যাল মিডিয়াকেই আগে রাখি। আগামী ১৬ জানুয়ারি শনিবার ফেসবুক লাইভে আসছি’।এই ফেসবুক লাইভের কথা ঘোষণা হতেই ‘সিঁদুরে মেঘ দেখছে’ তৃণমূল। কারণ, হাওড়া জেলা তৃণমূলের সভাপতি লক্ষ্ণীরতন শুক্ল আচমকাই মন্ত্রিত্ব ও সভাপতি পদ ছেড়ে দেএযায় চরম অস্বস্তিতে পড়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। ওইদিন ফেসবুক লাইভে রাজীব যদি‘বোমা’ ফাটান, তা হলেদলের বিড়ম্বনা আরও বাড়তে পারে।

সম্প্রতি একাধিক কর্মসূচিতে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনার সুর শোনা গিয়েছে রাজীবের গলায়। কখনও তিনি বলেছেন, ‘দলে কাজ করার মতো পরিস্থিতি নেই’।কখনও আবার বলেছেন, ‘দলের শীর্ষ নেতারা নিচুতলার কর্মীদের চাকরবাকর মনে করেন’।তবে কখনওই কারও নাম করে প্রকাশ্যে কিছু বলেননি ডোমজুড়ের বিধায়ক রাজীব।রাজীবকে ‘বোঝাতে’তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দফায় পার্থর নাকতলার বাসভবনে রাজীবের সঙ্গে বৈঠকও হয়। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। রাজীবের মান ভাঙাতে চেয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। কিন্তু তাতেও কাজ হয়নি বলেই দলীয় সূত্রে খবর।

Advertisement

সেই রাজীব এ বার ফেসবুক লাইভে কী বলেন, তা নিয়েই চিন্তিত তৃণমূল। যদিও প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ দলীয় নেতৃত্ব। হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘কেউ ফেসবুকে নিজের মতামত, বক্তব্য, ভাবনা প্রকাশ করতেই পারেন। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।’’

আরও পড়ুন: ভোটব্যাঙ্ক ফেরাতে তৃণমূলপন্থী মতুয়াদের কৌশলী উদ্যোগ

আরও পড়ুন: বঙ্গে ক্ষমতা পেলে কৃষকদের একসঙ্গে ১৬ হাজার টাকা, প্রচারে বিজেপি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement