সিবিআইয়ে যেতে পারবেন রাজীব

তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ পরিমার্জনের আবেদন করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০২:৪৫
Share:

—ফাইল চিত্র

অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ওই তদন্ত সংস্থার দফতরে যেতে পারবেন।

Advertisement

তাঁকে কলকাতা পুর এলাকা না-ছাড়তে কলকাতা হাইকোর্ট আগে যে-নির্দেশ দিয়েছিল, শুক্রবার বিচারপতি মধুমতী মিত্র সেই নির্দেশ শিথিল করেছেন। তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ পরিমার্জনের আবেদন করেছিলেন। সারদা মামলায় সিবিআই রাজীবকে যে-সমন পাঠিয়েছিল, তার বৈধতাকে চ্যালেঞ্জ করে ওই আদালতে মামলা চলছে।

এ দিন তার শুনানিতে রাজীবকে গ্রেফতার না-করার সময়সীমা ২০ অগস্ট পর্যন্ত বাড়িয়ে দেন বিচারপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement