ঝিরিঝিরি আর নয়। দক্ষিণবঙ্গের বর্ষাভাগ্য উজ্জ্বল হচ্ছে। এত দিনে নামছে আকাশভাঙা বৃষ্টি। বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের মতিগতি খতিয়ে দেখে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) গোকুলচন্দ্র দেবনাথ সোমবার জানান, ঘূর্ণাবর্তের দৌলতে আজ, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। কাল, বুধবারেও জোরালো বৃষ্টির সম্ভাবনা আছে।
মে-তে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝ়ড় ‘রোয়ানু’র প্রভাবেই বর্ষার ছন্দ কেটে গিয়েছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকেছিল ১৭ জুন। স্বাভাবিক নির্ঘণ্টের ন’দিন পরে। কিন্তু সে গতি পায়নি। জুলাইয়ে বর্ষা গা-ঝাড়া দিলেও একসঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছিল না। ফলে ধানখেতে জল জমেনি। আবহবিদেরা জানান, বর্ষাকে ছন্দে ফিরতে হলে উপকূলে জোরালো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ প্রয়োজন। তার অভাবেই মাঠে জল জমার মতো বৃষ্টি হচ্ছিল না।
এ দিন উপগ্রহ-চিত্রে ঘূর্ণাবর্তের অবস্থান-চরিত্র দেখে আবহবিজ্ঞানীরা বলছেন, বর্ষাকে ছন্দে ফেরানোর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে নিম্নচাপে। ‘‘ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হলে জোরালো বর্ষা দীর্ঘায়িত হবে,’’ বলছেন এক আবহবিশারদ।