Durga Puja 2020

সপ্তমীতে ভাসতে পারে কলকাতা-সহ ৭ জেলা, বইবে ঝড়ো হাওয়া

সপ্তমীতে ঝমঝমিয়ে বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলা। অষ্টমীতেও রয়েছে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২০ ১৩:৫৮
Share:

পুজোয় ভারী বৃষ্টির পূর্বাভাস। ছবি: পিটিআই

সপ্তমীর দিন বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলা। অষ্টমীতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী থেকে আবহাওয়া উন্নতি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সব কিছুই নির্ভর করছে নিম্নচাপের গতিপ্রকৃতির উপরে।

Advertisement

আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস পাওয়ার পর, কলকাতা-সহ ৭ জেলার প্রশাসনিক কর্তাদের এ বিষয়ে সতর্ক করেছে নবান্ন। হাওয়ার গতিবেগ এবং বৃষ্টির কারণে মণ্ডপ ক্ষতি হওয়ার আশঙ্কা হয়েছে। সে কারণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। পুজোর সময় বৃষ্টির চোখরাঙানিতে মন ভাল নেই পুজো সংগঠক থেকে আম জনতার।

আজ, বৃহস্পতিবার ষষ্ঠীর দিন সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সারা দিনই পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনাতে বৃষ্টি হবে। উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। কিছুটা তার প্রভাব পড়বে কলকাতাতেও। আগামী কাল, শুক্রবার সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায়। শনিবার অষ্টমীর দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

Advertisement

নিম্নচাপটি কলকাতা থেকে ৩৫০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৫০ কিলোমিটার দূরে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। এমন কি হাওড়ার গতিবেগ পৌঁছতে পারে ৬০ কিলোমিটারে আশপাশে। কলকাতা সহ উপকূলের জেলাতেও হাওড়ার গতিবেগও বাড়বে। কলকাতায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়ার গতি থাকতে পারে। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

আরও পড়ুন: মণ্ডপে ব্যারিকেড, চিন্তা রাস্তার ভিড়ে

গত বুধবার বঙ্গোপসাগরে ঘনীভূত রয়েছে নিম্নচাপটি। অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে থাকলেও ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে তা সরছে। সে কারণে পুজোর সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস। আজ, গভীর নিম্নচাপে পরিণত। অষ্টমীর দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে অবস্থান করবে নিম্নচাপটি। সমুদ্র উত্তাল থাকায় ২৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এ রাজ্যের পাশাপাশি ২৩ অক্টোবর, সপ্তমীর দিন এ রাজ্যের পাশাপাশি নাগাল্যান্ড, অসম, মেঘালয়, মিজোরামে বৃষ্টি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

আরও পড়ুন: কোভিড লড়াইয়ে আরও ২০০ জন চিকিৎসক ও ১৫০০ নার্স

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement