ফাইল চিত্র।
কখনও রোদ, কখনও আবার মেঘের ঘনঘটা। মাঝে এক পশলা বৃষ্টি। এ ভাবেই শনিবার সকাল শুরু হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দিনভর দফায় দফায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।