ছবি পিটিআই।
কখনও চড়া রোদে গরমে নাজেহাল অবস্থা, আবার পরক্ষণেই কালো মেঘে দু-এক পশলা বৃষ্টি। গত কয়েক দিন ধরে কলকাতার আকাশের ছবিটা ঠিক এরকমই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার দুপুরে কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্য দিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্র ও শনি দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।