— ছবি সংগৃহীত
উত্তরবঙ্গে তার আগমন ঘটেছে ইতিমধ্যেই। এ বার বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে।
শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে।
শুক্রবার দক্ষিণবঙ্গেও বর্ষা আসার পূর্বাভাস রয়েছে। তার জেরেই রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা।