কোড হাতিয়ে রেলের টিকিট জালিয়াতি

ছিলেন আইআরসিটিসি-র এজেন্ট। সেই সংস্থার গোপন কোড চুরি করে টিকিট জালিয়াতির অভিযোগে দীনেশ বর্মা নামে এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০৩:৩৭
Share:

ছিলেন আইআরসিটিসি-র এজেন্ট। সেই সংস্থার গোপন কোড চুরি করে টিকিট জালিয়াতির অভিযোগে দীনেশ বর্মা নামে এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। রেলরক্ষী বাহিনীর গোয়েন্দা দফতরের খবর, ট্রেন ছাড়ার চার মাস আগে যাত্রীদের টিকিট দেওয়ার নিয়ম চালু হয়েছে। কিন্তু কাউন্টার খোলার সঙ্গে সঙ্গেই উধাও হয়ে যাচ্ছে বহু গুরুত্বপূর্ণ ট্রেনের টিকিট। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ দিন দুপুরে মধ্য হাওড়ার রামেশ্বর মালিয়া লেনে দীনেশের দোকানে হানা দিয়ে গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করেন। বাজেয়াপ্ত করা হয় কম্পিউটার, ল্যাপটপ এবং কিছু নগদ টাকা। গোপন কোড চুরি করে দীনেশ দীর্ঘদিন ধরে টিকিট নিয়ে জালিয়াতি চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement