সিউড়িতে ফের আক্রান্ত পুলিশ

ফের জেলা সদরে আক্রান্ত হলেন কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকর্মী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিউড়িতে জেলাশাসকের এবং পুলিশ সুপারের কার্যালয়ের ঢিল ছোঁড়া দূরত্বে ঘটনাটি ঘটেছে। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “ট্রাফিক পুলিশকর্মীকে হেনস্থার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৫ ০০:৫৮
Share:

আদালতের পথে ধৃত প্রকাশ মণ্ডল। —নিজস্ব চিত্র।

ফের জেলা সদরে আক্রান্ত হলেন কর্তব্যরত এক ট্রাফিক পুলিশকর্মী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিউড়িতে জেলাশাসকের এবং পুলিশ সুপারের কার্যালয়ের ঢিল ছোঁড়া দূরত্বে ঘটনাটি ঘটেছে। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “ট্রাফিক পুলিশকর্মীকে হেনস্থার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” মাস দু’য়েক আগেও একই ভাবে সিউড়িতেই এএসআই পদমর্যদার এক ট্রাফিক পুলিশসকর্মী আক্রান্ত হয়েছিলেন। সেই একই জায়গায় ফের আর এক ট্রাফিক কর্মীর উপরে আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হেলমেটহীন দুই মোটরবাইক আরোহীকে থামিয়ে বৈধ কাগজপত্র দেখতে চেয়েছিলেন ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকা এক এনভিএফ কর্মী। কিন্তু, বেগতিক বুঝে পালাতে চেষ্টা করতেই দুই যুবককে আটকান ওই পুলিশ কর্মী। অভিযোগ, তখনই তাঁর মুখে ও বুকে ঘুষি মারেন প্রকাশ মণ্ডল নামে এক মোটরবাইক আরোহী। তাঁর দাদা বাইকটি নিয়ে পালাতে সক্ষম হলেও প্রকাশকে ধরে ফেলেন ট্রাফিক কর্মী। এ দিনের ঘটনায় সিউড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত আভিযোগ দায়ের হয়েছে। জখম পুলিশকর্মীকে সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, রোজকার মতোই বৃহস্পতিবার প্রশাসন ভবন সংলগ্ন চৌরাস্তার মোড়ে দাড়িয়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন তুষার মণ্ডল নামে ওই পুলিশ কর্মী। সেই সময় হেলমেটহীন দুই মোটরবাইক আরোহী যুবককে দ্রুত গতিতে ওই রাস্তা দিয়ে যেতে দেখে তাঁদের থামিয়ে তুষারবাবুর বৈধ কাগজপত্র দেখতে চান। অভিযোগ, ঝাড়খণ্ডের রানীশ্বর থেকে সিউড়িতে বিয়ের নিমন্ত্রণ কার্ড ছাপাতে আসা দুই ভাই রাজীব ও প্রকাশ মণ্ডল মোটরবাইক থামালেও গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তখনই তাঁদের রাস্তার ধারে বাইকটি রাখতে বলেন ওই ট্রাফিক পুলিশ। কিন্তু, সাইড করার নামে দু’জনেই বাইক নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন। তাঁদের চেপে ধরেন তুষারবাবু। তখনই প্রকাশের হাতে তুষারবাবু আক্রাম্ত হন বলে দাবি। রাজীব যদিও বাইকটি নিয়ে পালাতে সক্ষম হন। এ দিন ধৃত যুবক অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement