শেষ হল সাঁইথিয়া-ভবানীপুর সপ্তপ্রদীপ সাংস্কৃতিক সংস্থার তিন দিনের বই ও নাট্য মেলা। গত বুধবার এলাকার সব পেয়েছির আসর মাঠে প্রদীপ জ্বালিয়ে বই মেলার উদ্বোধন করেন ‘ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি’-র আধিকারিক আনন চট্টোপাধ্যায় এবং নাট্য মেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টপাধ্যায়। এ বারের তিন দিনের নাট্য মেলায় ছটি নাটক মঞ্চস্থ হয়। শনিবার ছিল যার শেষ দিন। নাট্য মেলার প্রথম নাটকটি ছিল গোবরডাঙা শিল্পায়ন নাট্য সংস্থার। লালন ফকিরের দেহ তত্ত্বের উপর লেখা আশিসবাবু নির্দেশিত নাটকটির নাম ‘পড়শি’। দ্বিতীয় নাটক রামপুরহাট রঙ্গম নাট্য সংস্থার ‘গেটম্যান’। মেলার দ্বিতীয় দিনের প্রথম নাটক সিউড়ির আত্মজ নাট্য সংস্থা পরিবেশিত, অতনু বর্মনের লেখা ‘নাসিরুদ্দিন মোল্লা’। দ্বিতীয় নাটক সুবোধ সরকারের ‘শাড়ি’ কবিতা অবলম্বনে জুলফিকার জিন্নার নাটক শাড়ি। পরিবেশন করে বোলপুরের ‘আমরা সবুজ’। মেলার শেষ দিন, বুধবার সন্ধ্যায় ছিল বাংলা নাটকে আঞ্চলিক ভাষার প্রয়োগ নিয়ে একটি আলোচনা শিবির। অংশ নেন বিশ্বভারতীর নাট্য বিভাগের অধ্যাপক মৃত্যুঞ্জয় প্রভাকর, নাট্য ব্যক্তিত্ব্য অতনু বর্মন প্রমুখ। শেষ দিন প্রথম নাটক পরিবেশন করে কলকাতার ‘এসো, নাটক শিখি’ সংস্থা। তাঁদের নিবেদনে ছিল তাপস দাসের লেখা ও নির্দেশনায় নাটক ‘প্রথম দর্শন’। এ বারের নাট্য মেলার শেষ নাটকটি ছিল আয়োজক সংস্থা ভবানীপুর সপ্তপ্রদীপের ‘বোলান ফিরবে’। নাটকটির রচনা ও নির্দেশনা সুব্রত ঘটকের।
নাট্যশিল্পীরা প্রশংসাও পান। তবে সাঁইথিয়া শহর লাগোয়া ভবানীপুর গ্রামের বই মেলার বিকিকিনি এ বার তেমন জমেনি। অধিকাংশ স্টল মালিকরা জানান, এ বার তেমন বই বিক্রি হয়নি। কোনও লাইব্রেরীও বই কেনেনি। এক বিক্রেতা বলেন, “মেলায় আসার আগে মনে হয়ে ছিল এই বই মেলায় গ্রাম-গঞ্জের কিছু লাইব্রেরী অন্তত বই কিনবে। কিন্তু আমাদের সেই ধারনা ভুল।”
বিকিকিনি যাই হোক, এলাকায় বই মেলা নিয়ে খুশি পড়ুয়ারা। দ্বিতীয় বর্ষের ছাত্রী অর্পিতা সরকার, পূজা লেট, ইন্দজিৎ বাগদি, খোকন মণ্ডল, দ্বাদশ শ্রেণির মল্লিকা মণ্ডল, পঞ্চম শ্রেণির সাথী শীলরা তেমন কথাই বললেন। তাঁদের কথায়, এই তিন দিন সন্ধ্যা থেকে বই মেলায় ঘুরে ঘুরে পছন্দ মত বই কেনা ও নাটক দেখে বাড়ি ফেরা সত্যিই খুব আনন্দের। প্রতিবার এমন হলে খুব ভাল হয়।”
অন্য দিকে, শনিবার সাঁইথিয়া রবীন্দ্রভবনে শুরু হয়েছে সাঁইথিয়ার আসর নাট্যমের দু’দিনের নীহার স্মৃতি নাট্যোৎসব। প্রথম দিন নির্মল চন্দ্র স্মৃতি সন্ধ্যায় পরিবেশিত হয় নদিয়ার ‘দীপেন্দ্র নাট্য আকাদেমী’ পরিবেশিত ‘কথোপকথন’। দ্বিতীয় নাটক সিউড়ি ‘আনন’ পরিবেশিত ‘কঙ্ক লীলাবতী কথা’। রবিবার ছিল শৈলেন চন্দ্র দাস স্মৃতি সন্ধ্যায় তিনটি নাটক। আয়োজক সংস্থা পরিবেশিত ‘বিনোদিনীর কথা’, বর্ধমানের স্বপ্ন অঙ্গন পরিবেশিত ‘যশোদা মা’ ও বাঁকুড়ার ‘অঙ্কুশ’ নাট্য সংস্থার ‘উন্মনা মন’। প্রতিটি নাটকই দর্শকদের মন জয় করে।