পৃথক পথ দুর্ঘটনায় পুরুলিয়া জেলায় চার জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে, পাড়া থানার মহাদেবপুর মোড়ের অদূরে কালভার্ট তৈরির জন্য খুঁড়ে রাখা গর্তে পড়ে মারা যান দুই মোটরবাইক আরোহী যুবক। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন রঘুনাথপুর থানার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা রামলাল মুর্মু (২২) এবং পাড়া থানার দুয়ারিমহল গ্রামের বাসুদেব মান্ডি (৩১)। সম্পর্কে তাঁরা শ্যালক ও ভগ্নীপতি।
পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক সংস্কারের কাজ করছে পূর্ত দফতর। সেই কারণে রাস্তার জীর্ণ কালভার্টগুলিকে ভেঙে গর্ত খুঁড়ে নতুন করে সেগুলি তৈরি করা হচ্ছে। রবিবার রাতে তেমনই এক কালভার্টের খুঁড়ে রাখা গর্ততেই পড়ে যান রামলাল ও বাসুদেব। পুলিশ জানায়, দুয়ারিমহল থেকে মোটরবাইকে রঘুনাথপুর ফিরছিলেন ওই দু’জন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে অবশ্য তাঁদের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ওই দুর্ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। মৃতদের আত্মীয়দের অভিযোগ, রাস্তার মধ্যে গর্ত খুঁড়ে রাখা হলেও, তা বোঝানোর জন্য সতর্কতামূলক কোনও ব্যবস্থা নেয়নি পূর্ত দফতর। ফলে, গর্তগুলি (বিশেষ করে রাতে) মৃত্যুফাঁদের চেয়ে কম নয়। পূর্ত দফতরের রঘুনাথপুরের সহকারী বাস্তুকার অজয় ভট্টাচার্য বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু, কালভার্টের খুঁড়ে রাখা গর্তের দু’পাশে পাঁচশো মিটার আগেই আমরা ডাইভারশন (অস্থায়ী বিকল্প রাস্তা) তৈরি করে দিয়েছি। সেখানে রিফেক্লটার-সহ সতর্কতামূলক বোর্ডও লাগানো রয়েছে। তবে, এই দুর্ঘটনার পরে আরও কিছু ব্যবস্থা নেওয়া যায় কি না, তা আমরা দেখছি।”
অন্য দিকে, সোমবার ভোরে দু’টি দুর্ঘটনায় মারা গিয়েছেন দু’জন। তাঁদের এক জন বারু ধীবর(৫৫)। হুড়া থানা এলাকার লায়েকডি গ্রামের বাসিন্দা, পেশায় মাছ বিক্রেতা এ দিন ভোরে হুড়ার লালপুর মোড়ের আড়ত থেকে মাছ কিনে সাইকেলে পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়ক ধরে গ্রামে ফিরছিলেন। বাঁকুড়ার দিক থেকে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। তিনি রাস্তাতেই বেশ কিছুক্ষণ পড়েছিলেন। পরে পথচারীদের চোখে পড়লে পুলিশ খবর পেয়ে তাঁকে হুড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও বাঁচাতে পারেনি। এ দিনই ভোরে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে চাষমোড়গামী একটি গাড়ির ধাক্কায় মারা যান পুরুলিয়া মফস্সল থানার লাগদা গ্রামের বাসিন্দা স্বপন বাউরি (৩২)। লাগদা মোড়ে তাঁর পানের দোকান ছিল। দোকান খোলার জন্য আসার সময় গাড়িটি তাঁকে ধাক্কা মারে। ওই যুবক ছিটকে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খান। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যেতে যেতেই তাঁর মৃত্যু হয়।