মেজিয়ার জপমালি গ্রামের মোড়ে গুলি চালানোর ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত চন্দন দুবে ও মিলন তিওয়ারি মেজিয়ার সারামা গ্রামের বাসিন্দা। বুধবার রাতে দু’জনকেই গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বাঁকুড়া আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জপমালি মোড়ে রাজু দুবে ও মিলন কেশের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। রাজুর পক্ষের লোকজন গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে জখম হন মিলনবাবু। তাঁর ভাই অরবিন্দ কেশও দুষ্কৃতীদের মারে জখম হন। এই ঘটনায় মোট সাতজনের নামে অভিযোগ দায়ের হয়। পুলিশ আগেই এই ঘটনায় বরুণ ধীবর, উৎপল তিওয়ারি ও জীবন তিওয়ারিকে গ্রেফতার করেছে। ধৃতেরা প্রত্যেকেই রাজুর পক্ষের লোক বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে অন্যতম অভিযুক্ত রাজু এখনও অধরা।