জপমালি গ্রামের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় আরও দু’জনকে শনিবার গভীর রাতে গ্রেফতার করল পুলিশ। ধৃত উৎপল তিওয়ারি ও জীবন তিওয়ারির নাম এফআইআরে নেই। দু’জনেই জপমালি সংলগ্ন সরামা গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, ঘটনার সময় এই দু’জন সেখানে উপস্থিত ছিল। তারা মূল অভিযুক্ত রাজু দুবের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। সংঘর্ষের পরে উৎপলের বাড়িতে গিয়েই রাজু দুবে ও তার লোকজন আশ্রয় নেয় বলে পুলিশের দাবি। জীবনের নামে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বরুণ ধীবরকে শনিবার রাতেই গ্রেফতার করে মেজিয়া থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই উৎপল ও জীবনকে গ্রেফতার করে বাড়ি থেকে। রবিবার ধৃত তিনজনকে বাঁকুড়া আদালতে তোলা হলে বরুণের তিনদিনের পুলিশ হেফাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে।