পুলিশ হেফাজতে টাকা তোলায় রাইপুরের ধৃতেরা

এলাকার বেকার যুবকদের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তোলার অভিযোগে রাইপুর থেকে ধৃত তিন যুবককে পুলিশি হেফাজতে পাঠাল খাতড়া আদালত। সোমবার দুপুরে বাঁকুড়ার রাইপুরের একটি ক্লাব থেকে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থানার মানিকপাড়া গ্রামের শুভদীপ রানা, বেলপাহাড়ির সরিষবাসা গ্রামের ভবেশ মাহাতো, লবানি গ্রামের সূর্যশেখর সিংহ ভুঁইয়াকে প্রথমে আটক করা হয়। পরে রাইপুরের বিডিও দীপঙ্কর দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাইপুর শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০১:৩০
Share:

এলাকার বেকার যুবকদের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তোলার অভিযোগে রাইপুর থেকে ধৃত তিন যুবককে পুলিশি হেফাজতে পাঠাল খাতড়া আদালত। সোমবার দুপুরে বাঁকুড়ার রাইপুরের একটি ক্লাব থেকে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থানার মানিকপাড়া গ্রামের শুভদীপ রানা, বেলপাহাড়ির সরিষবাসা গ্রামের ভবেশ মাহাতো, লবানি গ্রামের সূর্যশেখর সিংহ ভুঁইয়াকে প্রথমে আটক করা হয়। পরে রাইপুরের বিডিও দীপঙ্কর দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

বেসরকারি সংস্থার নাম করে চেইন মার্কেটিং এর মাধ্যমে রাইপুর এলাকার বেকার যুবকদের কাছ থেকে হাজার হাজার টাকা সংগ্রহ করার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। সোমবার স্থানীয় একটি ক্লাবে ওই সংস্থার নাম করেই এলাকার ৫০-৬০ জন যুবককে জড়ো করে মিটিং করছিলেন ওই তিন যুবক। তাঁরা এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে ইতিপূর্বে টাকা নিয়েছেন বলে খবর পেয়ে ব্লকের এক আধিকারিককে সেখানে পাঠান রাইপুরের বিডিও দীপঙ্কর দাস। এরপর বিডিও পুলিশের কাছে ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সোমবার বিকেলে পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। পুলিশের এক আধিকারিক বলেন, “বেআইনি ভাবে টাকা তোলা এবং প্রতারণার অভিযোগে তিনজনকে ধরা হয়েছে। ধৃতদের জেরা করে ওই দলে আরও যাঁরা রয়েছেন তাঁদের ধরার চেষ্টা চলছে।” বিডিও বলেন, “‘লোভনীয় ব্যবসায় মোটা অঙ্কের টাকা রোজগারের টোপ দিয়ে বেকার যুবকদের কাছ থেকে প্রথমেই কিছু টাকা আদায়ের চেষ্টা করছে বেসরকারি কয়েকটি সংস্থা। তাঁদের ফাঁদে পড়ে আগেও মোটা টাকা খুইয়েছেন এলাকার বেকার যুবকেরা। এ ব্যাপারে এলাকার মানুষকে সচেতন করার জন্য প্রশাসন উদ্যোগ নেবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement