টুকরো খবর

অসামাজিক কাজকর্মের শিকার রামপুরহাট গাঁধী পার্ক। কিছু বখাটে ছেলেমেয়ের আপত্তিজনক আচরণ, অবাধে মাদক দ্রব্য সেবনের উৎপাতে অতিষ্ট শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। বিজেপির রামপুরহাট মণ্ডল কমিটির সভাপতি মনোজ শর্মা “এলাকার বেশকিছু পরিবার আমাদের জানিয়েছেন যে বাড়ির বাচ্চাদের মধ্যেও পার্কের পরিবেশ খারাপ প্রভাব ফেলছে।

Advertisement
শেষ আপডেট: ০৯ জুন ২০১৪ ০২:২৩
Share:

বিজেপির স্মারকলিপি

Advertisement

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

অসামাজিক কাজকর্মের শিকার রামপুরহাট গাঁধী পার্ক। কিছু বখাটে ছেলেমেয়ের আপত্তিজনক আচরণ, অবাধে মাদক দ্রব্য সেবনের উৎপাতে অতিষ্ট শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। বিজেপির রামপুরহাট মণ্ডল কমিটির সভাপতি মনোজ শর্মা “এলাকার বেশকিছু পরিবার আমাদের জানিয়েছেন যে বাড়ির বাচ্চাদের মধ্যেও পার্কের পরিবেশ খারাপ প্রভাব ফেলছে। এজন্যই পুলিশের কাছে আমাদের আর্জি অবিলম্বে যেন এই অবস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।” রামপুরহাট থানার আই সি হিরন্ময় হোড় অবশ্য জানান যে পার্কের ভিতর সাদা পোষাকে থাকা পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন যে ওই পার্কের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকদের প্রস্তাব দেওয়া হবে যাতে পার্কে প্রবেশের সময়সীমা স্কুলের ছুটির পর করা হয়। অন্যদিকে শহরের বিভিন্ন মন্দিরে ছিনতাই প্রতিরোধ,রাস্তায় উশৃঙ্খল বাইক চালকদের সংযত করা,রামপুরহাট কলেজ ও রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয় চত্ত্বরে বহিরাগতদের প্রবেশ বন্ধ ইত্যাদি আবেদন জানানো হয় স্মারকলিপিতে। আই সি হিরন্ময় হোড় জানান, শহরের বিভিন্ন জায়গায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Advertisement

বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা • তালড্যাংরা

দলের নির্দেশ অমান্য করে লোকসভা ভোটের ফল বেরনোর পরে গত ১৯ মে দলীয় কর্মীদের নিয়ে তালড্যাংরায় বিজয় মিছিল করেছিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা কমিটির সদস্য মনসারাম লায়েক এবং দলের ব্লক কমিটির সদস্য স্বপন মাঝি। ঘটনা জানার পর ওই দিনই জেলা সভাপতি অরূপ খাঁ ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেন। কারণ, ভোটের ফল প্রকাশের পরে কর্মীদের প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ ছিল, কোথাও বিজয় মিছিল করা যাবে না। সম্প্রতি জেলা কমিটি ভেভে দলের জেলা চেয়ারম্যান করা হয় বিষ্ণুপুরের বিধায়ক তথা রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। আহ্বায়ক হন ওন্দার বিধায়ক অরূপ খা।ঁ রবিবার শ্যামাপ্রসাদবাবু বলেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশে তালড্যাংরার দুই বহিষ্কৃত নেতাকে এ দিন দলে ফেরানো হল।” মনসারাম ও স্বপনবাবু বলেন, “জেলা কমিটির চেয়ারম্যান এ দিন আমাদের সাসপেনশন প্রত্যাহারের কথা জানিয়েছেন। তাঁদের কৃতজ্ঞতা জানাই। এ দিন থেকেই আমরা দলের যে কোনও কর্মসূচিতে অংশ নিতে পারব।”

সিউড়ি সদর হাসপাতালে অস্ত্র-সহ ধৃত ৩

নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

মোটরবাইকের পিছু ধাওয়া করে গুলি ভর্তি একটি পাইপগান-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে সিউড়ি সদর হাসপাতাল চত্বরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত অমিত মাহারা ও ছোটন মাহারা বাড়ি সিউড়ি মালফটক পাড়ায়। তৃতীয় যুবক বাবন মিশ্রের বাড়ি সিউড়িরই বিদেশী পাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ একটি মোটরবাইকে করে তিন যুবক সিউড়ি রাস্তায় ঘোরাঘুরি করছিল। তাঁদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাঁদের পিছু নিলে তাঁরা বাইক নিয়ে দ্রুত হাসপাতালের মধ্যে ঢুকে পরে। পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পুলিশ দেখে তিন জনেই মোটরবাইক ফেলে পালানোর চেষ্টা করে। পুলিশ তিন জনকেই তাড়া করে ধরে ফেলে। পুলিশের দাবি, পুলিশি জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা আগ্নেয়াস্ত্রটি এক জনকে বিক্রির করার জন্য নিয়ে যাচ্ছিল। রবিবার ধৃত তিন জনকে সিউড়ি আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

বধূর দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • কাটোয়া

এক বধূর অস্বাভাবিক মৃত্যুতে বিতর্ক দেখা দিয়েছে কেতুগ্রামে। মৃতের নাম ছবি ঘোষ (৩২)। তাঁর বাড়ি কেতুগ্রাম থানার আনখোনা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ওই বধূ নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। রাত ১১ টা নাগাদ তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, শনিবার সকাল ১০টা নাগাদ কেতুগ্রাম থানায় গিয়েছিলেন মৃতার মা, চাকটা গ্রামের বাসিন্দা ভানুবালা মাঝি ও মৃতার স্বামী। পুলিশের দাবি, তাঁরা দু’জনেই পৃথক পৃথক করে লিখিত ভাবে জানিয়েছেন, ‘ছবির মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। তাঁদের দাবি, পারিবারিক বিবাদের জেরেই ছবিদেবী আত্মহত্যা করেছেন। স্থানীয় তৃণমূলের প্রধান নাজমুল হুদা এ প্রসঙ্গে বলেন, “ওই পরিবার আমার কাছে এসেছিল। আমিই তাঁদের থানায় যাওয়ার পরামর্শ দিই। কেতুগ্রাম থানায় ফোন করে দুর্ঘটনার ঘটার খবরও দিয়েছিলাম।”

পড়তে চেয়ে সাহায্যের আর্জি

নিজস্ব সংবাদদাতা • কালনা

টাকার অভাবে দু’ বোনেরই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা-মা। কিন্তু সদ্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ওই দুই ছাত্রীর তাতে সায় নেই। আরও কিছুদূর পড়তে চায় তারা। সম্প্রতি সাহায্য চেয়ে মহকুমাশাসকের দ্বারস্থ হয়েছে ওই দুই বোন। কালনার নন্দাই পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে পাটকাঠি আর টালি দিয়ে তৈরি দু’কামরার বাড়িতে দুই মেয়ে, স্ত্রী এবং বৃদ্ধা মা-কে নিয়ে থাকেন নজরবক্স শেখ। দুই মেয়ের পড়াশোনা চালিয়ে দিয়েছেন পেশায় খেতমজুর ওই প্রৌঢ়। এ বছর ছোট মেয়ে পারভিন খাতুন কাছাকাছি নতুন গ্রাম উচ্চবিদ্যালয় থেকে প্রথম বিভাগে পাশ করেছে। ধাত্রীগ্রাম কালনা উচ্চবিদ্যালয় থেকে বড় মেয়ে নাসিরা খাতুনও ৫৫.৪০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে এ বছর। মহকুমাশাসক সব্যসাচী ঘোষ সাহায্যের আশ্বাস দিয়েছেন।

বোমা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

সাত সকালে রামপুরহাট শহর এলাকার একটি চালু রাস্তা থেকে দুটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। রবিবার রামপুরহাটের চাকলামাঠ ঢোকার আগে একটি সেতুর উপর বোমা দুটি পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ এলাকায় পৌঁছে বোমা দুটি নিষ্কৃয় করে। তবে কি উদ্দেশ্যে বোমারাখা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান হিরন্ময় হোড়।

জমি নিয়ে মারপিট, পুঞ্চায় গ্রেফতার ৯

নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা

জমি নিয়ে বিবাদের জেরে পুলিশ দু’পক্ষের ৯ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি শনিবার দুপুরে পুঞ্চা থানার পায়রাচালি গ্রামের। স্থানীয় সূত্রের খবর, পায়রাচালি গ্রামে একখণ্ড জমি নিয়ে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়দের সাথে শ্যামাপদ গঙ্গোপাধ্যায়দের দীর্ঘদিনের বিবাদ। এ নিয়ে প্রায় এক দশক ধরে মামলা চলছে। বিদ্যুৎবাবু পুলিশকে জানিয়েছেন, ওই জমিতে তিনি বাড়ি তৈরি করে থাকছেন। বাকি ফাঁকা জায়গায় পরে বাড়ি করবেন। শনিবার ভোররাতে তাঁরা দেখেন, শ্যামাপদবাবু লোকজন নিয়ে বাড়ি সংলগ্ন ওই জমি বেড়া দিয়ে ঘেরার চেষ্টা করছেন। প্রতিবাদ জানাতে গেলে তাঁকে মারধর করা হয়। হাত-পা বেঁধে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর চিৎকারে লোকজন জড়ো হয়ে যাওয়ায় সে চেষ্টা ব্যর্থ হয়। অন্য দিকে, শ্যামাপদবাবুর অভিযোগ, ওই জমিতে একটি গুমটির মধ্যে তাঁর দোকানের মালপত্র ছিল। বিদ্যুৎবাবুরা ওই গুমটি ভেঙে সমস্ত জিনিস চুরি করে নিয়েছেন। কেন তিনি এটা করেছেন, তার জবাব চাইতে বিদ্যুৎবাবুদের বাড়িতে গিয়েছিলেন। জমি দখলের অভিযোগও ঠিক নয় বলে তাঁর দাবি। পুলিশ জানিয়েছে, শ্যামাপদবাবু-সহ ৮ জন ও বিদ্যুৎবাবুকে শনিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

ঝড়ে বিপত্তি

নিজস্ব সংবাদদাতা • আদ্রা

ঝড়বৃষ্টিতে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে কাশীপুর ব্লক এলাকায়। শনিবার সন্ধ্যার দিকে প্রায় আধ ঘণ্টা বৃষ্টির সঙ্গে প্রবল ঝড় হয় পুরুলিয়ার একাংশে। তার জেরে টানা ক’দিনের প্রবল গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে জেলায়। কিন্তু, ঝড়ের কারণে বহু এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল রেলশহর আদ্রা ও কাশীপুরে। আদ্রায় রাতের দিকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও রাতভর অন্ধকারেই কাটাতে হয়েছে কাশীপুর ব্লকের বাসিন্দাদের। একই কারণে রবিবার সকাল থেকে কেলিয়াথোল ও কাশীপুরের প্রকল্প থেকে জল সরবরাহ হয়নি আদ্রার একাংশ ও কাশীপুর ব্লক এলাকায়। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহকারী বাস্তুকার সন্দীপ রিদ জানান, বিদ্যুৎ না থাকার জন্য পাম্প চালানো যায়নি। তাই জল সরবরাহ করা সম্ভব হয়নি দু’টি প্রকল্প থেকে। কাশীপুরের প্রকল্প থেকে রবিবার বিকালের দিকে কিছু মাত্রায় জল দেওয়া গেলেও কেলিয়াথোলের প্রকল্পটিতে পাইপলাইনের ত্রুটি মেরামত করার কারণে পুরো দিনই জল সরবরাহ করা যায়নি পলাশকোলা, সুভাষনগরের মতো আদ্রার ঘনবসতিপূর্ণ এলাকায়।

ভাঙল খনি আবাসের বারান্দা

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

খনিকর্মী আবাসনের দোতলার টানা বারান্দা ভেঙে জখম হলেন ৪ জন। ঘটনাটি ঘটেছে, রানিগঞ্জে ইসিএলের কুনস্তরিয়া এরিয়ায় বাঁশড়া কোলিয়ারির মাঝিপাড়ায়। ইসিএল সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তিদের উদ্ধার করে ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইসিএল এবং স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই আবাসনে একতলায় দু’টি পরিবারের লোকজন বসেছিলেন। হঠাৎই হুড়মুড় করে বারান্দার একাংশ ভেঙে পড়ে। জখম হন মোট চার জন। তাঁদের মধ্যে দু’জন খনিকর্মী। পড়শিরা তাঁদের কাল্লা হাসপাতালে পাঠান। এই ঘটনার পরে আবাসনের মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, বারবার সংস্কারের দাবি জানালেও কর্তৃপক্ষ কোনও গুরুত্ব দেয় না। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, “বিষয়টি গুরত্ব দিয়ে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।”

বাস দুর্ঘটনা, আহত ৪০ যাত্রী

বাস দুর্ঘটনায় আহত হলেন প্রায় ৪০ জন যাত্রী। ঘটনাটি ঘটে রবিবার বিকেল চারটে নাগাদ, মহম্মদবাজারের গনপুর কালীতলা বাস স্টপেজের কাছে, মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটি এলাকার কয়েকজন পুণ্যার্থীকে নিয়ে একটি বাস সিউড়ির পাথরচাপুরি থেকে নলহাটি ফিরছিল। কালীতলা বাস স্টপের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে যায়। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে সিউড়ি ও রামপুরহাট হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ২৩ জন সিউড়িতে ও ১৫ জন রামপুরহাটে ভর্তি রয়েছেন। পুলিশ বাসটিকে আটক করেছে।

ধৃত মহিলা

শহরের হোটেলে মৃত শিক্ষাকর্মী উমাকান্ত রাজোয়াড়ের সুইসাইড নোটে নাম থাকা মহিলাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার পুরুলিয়া শহরের মুন্সেফডাঙা এলাকার একটি হোটেলর বারান্দায় সাঁওতালডিহির সম্পূর্ণা গ্রামের বাসিন্দা, এসটিপিএস গার্লস স্কুলের শিক্ষাকর্মী উমাকান্তবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর ঘরের বিছানা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। ওই নোটে নাম থাকা জ্যোৎস্না মাহাতো নামে ওই মহিলাকে শনিবার পুলিশ গ্রেফতার করে। সুইসাইড নোটে উমাকান্তবাবু তাঁর মৃত্যুর জন্য পরোক্ষে এই মহিলাকেই দায়ী করে গিয়েছেন। মৃতের শ্যালক রামেশ্বর রাজোয়াড়ের অভিযোগের ভিত্তিতে ধৃত মহিলার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ।

জল না পেয়ে বিক্ষোভ

এলাকায় পানীয় জলের সরবরাহ না থাকায় বিক্ষোভে দেখালেন পুরুলিয়া শহরের নিমটাঁড় এলাকার বাসিন্দারা। ঘটনাটি শনিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এলাকার কাউন্সিলর বিভাস দাসকেও বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিমটাঁড় এলাকায় একটি পাম্প হাউস রয়েছে। বিভাসবাবু বলেন, “এখানে মাটির নীচ থেকে পাম্পের মাধ্যমে জল তুলে পানীয় জল সরবরাহ করা হয়। নিমটাঁড় ও লাগোয়া এলাকার প্রায় শতাধিক পরিবার এখান থেকে পানীয় জল সংগ্রহ করে। কিন্তু এই পাম্পটি হপ্তা তিনেক হল খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে, এই পাম্প থেকে পানীয় জল মিলছে না।” স্থানীয় বাসিন্দা শেফালি মাহালি, নীরু কুইরি, প্রতিমা ভট্টাচার্য, জওহর আলিদের ক্ষোভ, “পাম্প খারাপ হয়ে রয়েছে বেশ কয়েক দিন। ট্যাঙ্কার করে যদিও জল দেওয়া হচ্ছে, তা খুবই কম।” বিভাসবাবু বলেন, “আমি পুরসভায় আগেও জানিয়েছি। পাম্প সংক্রান্ত সমস্যার জন্য এই পাম্পটি সারাই করা যায়নি।” ওই এলাকায় পাম্প মেরামতির কাজ চলছে বলে জানিয়েছেন পুরসভার জলের দায়িত্বে থাকা বাস্তুকার সুনীল মাহাতো।

বধূকে ধর্ষণের চেষ্টার নালিশ

এক বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ তাঁর ভাসুর ও দুই দেওরকে গ্রেফতার করল। বরাবাজার থানা এলাকার ঘটনা। বরাবাজার থানায় ওই বধূ রবিবার লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁর স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন। সেই সুযোগে ৬ জুন রাতে তাঁর ভাসুর ও দুই দেওর তাঁকে ধর্ষণের চেষ্টা করে। তিনি কোনও ক্রমে পালিয়ে বাঁচেন। পরে পড়শিদের একাংশের সহযোগিতায় রবিবার থানায় অভিযোগ জানান। পুলিশ ও গ্রাম সূত্রে জানা গিয়েছে, স্বামী বাইরে থাকার কারণে পরিবারের সদস্যেরা ওই বধূকে একাকি বাইরে যেতে নিষেধ করেন। এই নিয়ে মাঝেমধ্যে পরিবারে ঝগড়া হত। বধূর ভাসুর ও দুই দেওরের পাল্টা অভিযোগ, “ওঁকে একটু সংযত হয়ে চলাফেরা করতে বলেছিলাম। তাই আমাদের ফাঁসাতে মিথ্যে অভিযোগ জানিয়েছে।” পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তিন জনকে রবিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।

পুরুলিয়ায় অনুষ্ঠান

শনিবার পুরুলিয়া শহ রের দুলমি এলাকায় সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল নব কিশলয় সংঘের বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সুকুমার রায়ের কুমড়ো পটাশের উপর একটি অনুষ্ঠান উপহার দেয় সংঘের কচি কাঁচারা। এ ছাড়া, আশা নামে একটি নাটকও অভিনীত হয়। উচ্চাশা থেকে বাচ্চাদের জীবনে কিভাবে বোঝা চাপিয়ে দেওয়া হয় তাই দেখানো হয় নাটকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement