দ্বারবাসিনী মিলন সঙ্ঘ আয়োজিত মনোজ মণ্ডল স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হল। মহম্মদবাজারের ক্লাবটি রবিবার দুপুরে এই খেলার আয়োজন করে স্থানীয় দেউচা মাঠে। ফাইনালে মুখোমুখি হয়, মহম্মদবাজার কলোনি এবং মহম্মদবাজারের রামপুর গ্রামের টিম। ৬ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নামে রামপুর। ৬টি উইকেট হারিয়ে তারা ৪৯ রান করে। পরে ব্যাট করতে নেমে ৫ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে মহম্মদবাজারের রান দাঁড়ায় ৪৬। শেষ বলে চার রান করে মহম্মদবাজারের রাহুল ঘোষ জয় ছিনিয়ে আনেন। দলের রান দাঁড়ায় ৭ উইকেটে ৫০।
প্রধান অতিথি হিংলো পঞ্চায়েতের উপপ্রধান শিবপ্রসাদ দাস, বিশেষ অতিথি মহম্মদবাজার থানার ওসি দেবব্রত সিংহ, সম্মানীয় অতিথি সমাজসেবী কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়-সহ সকলের বিচারে এদিনের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রাহুল। ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন রামপুর দলের সুপ্রিয় মণ্ডল। বিজেতা এবং বিজয়ী দল, রাহুল ও সুপ্রিয়র হাতে ট্রফি তুলে দেন এদিনের অরিথিরা। আয়োজক ক্লাবের সম্পাদক সনৎ বাউড়ি জানান, ক্লাবের ক্রিকেটার মনোজ মণ্ডল তিন বছর আগে জ্বরে মারা যায়। ওই বছর থেকেই মনোজের স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট চালু করা হয়েছে। এবারের টুর্নামেন্টে যোগ দিয়েছিল মোট ১৬টি দল।