Electric Pole

রঘুনাথপুরে বিদ্যুতের খুঁটিতে যুবক, দু’ঘণ্টার চেষ্টায় নামিয়ে আনল পুলিশ

ধানক্ষেতের মধ্যে থাকা কয়েক হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে সোমবার সন্ধ্যায় চেপে বসেন অমরনাথ নামের ৪০ বছর ওই যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ১৬:২০
Share:

বিদ্যুতের খুঁটিতে অমরনাথ। নিজস্ব চিত্র।

হাইটেশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। তাঁকে নামিয়ে আনতে রীতিমতো হিমশিম খেল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর থানার জরাডি গ্রাম সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, বিদ্যুতের খুঁটিতে উঠে পড়া মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম অমরনাথ মুর্মু।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর থানার জরাডি গ্রামের পাশে ধানক্ষেতের মধ্যে থাকা কয়েক হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে সোমবার সন্ধ্যায় চেপে বসেন অমরনাথ নামের ৪০ বছর ওই যুবক। মঙ্গলবার সকালে ওই যুবককে খুঁটির উপর বিপজ্জনক ভাবে বসে থাকতে দেখেন স্থানীয়রা। তার পর তাঁরাই খবর দেন রঘুনাথপুর থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

উদ্ধারের সময় ওই যুবকের প্রাণহানি এড়াতে খুঁটির নিচের অংশে জাল বিছিয়ে দেওয়া হয়। এর পর কখনও ভাল ভাবে, আবার কখনও ধমক দিয়ে ওই যুবককে নামিয়ে আনার চেষ্টা করে পুলিশ। প্রায় দু’ঘন্টা ধরে চেষ্টা চালানোর পর ওই যুবক নিজে থেকেই নীচে নেমে আসেন। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসাও করানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অমরনাথ মানসিক ভারাসাম্যহীন। কী ভাবে এবং কী কারণে তিনি বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন তা জানতে তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement