যোগ-ব্যায়ামে মাতল জেলাও

দেশের বিভিন্ন প্রান্তের মতো জেলাতেও পালিত হল ‘বিশ্ব যোগ দিবস’। রবিবার তিনটি সংস্থার যৌথ উদ্যোগে সাঁইথিয়ায় মহা সমারহে পালিত হয় বিশ্ব যোগ দিবস। কয়েক দিন আগে থেকেই মাড়োয়ারি সেবা সমিতি, নাট্যম ও ‘দি আর্ট অফ লিভিং’— এই তিনটি সংস্থার পক্ষ থেকে বিশ্ব যোগ দিবস উপলক্ষে রবিবার সকাল ছ’টায় স্থানীয় হাইস্কুল প্রাঙ্গণে সমস্ত শ্রেণির মানুষকে আসার জন্য আহ্বাণ জানানো হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০২:০৫
Share:

পাড়ুইয়ের বিদ্যাপুরে বিজেপি-র যোগ দিবস পালন। —নিজস্ব চিত্র

দেশের বিভিন্ন প্রান্তের মতো জেলাতেও পালিত হল ‘বিশ্ব যোগ দিবস’।

Advertisement

রবিবার তিনটি সংস্থার যৌথ উদ্যোগে সাঁইথিয়ায় মহা সমারহে পালিত হয় বিশ্ব যোগ দিবস। কয়েক দিন আগে থেকেই মাড়োয়ারি সেবা সমিতি, নাট্যম ও ‘দি আর্ট অফ লিভিং’— এই তিনটি সংস্থার পক্ষ থেকে বিশ্ব যোগ দিবস উপলক্ষে রবিবার সকাল ছ’টায় স্থানীয় হাইস্কুল প্রাঙ্গণে সমস্ত শ্রেণির মানুষকে আসার জন্য আহ্বাণ জানানো হয়েছিল। এমনকী, যোগ দিবসে যোগ দেওয়ার জন্য শনিবার বিকেলে শহরে একটি পদযাত্রাও বের হয়। ওই আহ্বাণে সাড়া দিয়ে এ দিন শহরের প্রাচীন হাইস্কুল প্রাঙ্গণে সকাল থেকেই জড়ো হতে থাকেন বিভিন্ন সম্প্রদায়ের নানা বয়সের মানুষজন। মাড়োয়ারি সেবা সমিতির পক্ষে চিকিৎসক দীপালি পাণ্ডে বলেন, ‘‘ওয়ার্ম আপ, জগিং, সূর্য প্রণাম ও প্রাণায়ামের মাধ্যমে যোগ দিবসের সূচনা হয়। যোগ শিক্ষা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন দুর্গাপুরের যোগ গুরু গৌতম আকুড়ি। তার পর গৌতমবাবুর সঙ্গে উপস্থিত সকলে নির্দিষ্ট কিছু আসন করেন। ওই সব আসনের উপকারিতা সম্পর্কেও সকলকে তিনি বুঝিয়ে বলেন।’’

একই ভাবে বোলপুর-শান্তিনিকেতনের একাধিক জায়াগাতেও পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ বিষয়ক প্রতিযোগিতা করা-সহ বিজেপির আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন কমিটির উদ্যোগে এলাকায় এলাকায় যোগ বিষয়ক সচেতনতা এবং প্রশিক্ষকদের দিয়ে এলাকায় আগ্রহীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এ দিন সকালে বোলপুরের নীচুপট্টি নীরদ বরণি উচ্চ বিদ্যালয়ে ৫০ বেঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে এলাকার এনসিসি পড়ুয়াদের নিয়ে যোগ প্রশিক্ষণ হয়। বিশ্বভারতীর স্পোর্টস বোর্ডয়ের উদ্যোগে সকালে দ্বিজ বিরামে এবং বিকালে নাট্যঘরে যোগ বিষয়ক প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং আলোচনা হয়েছে। এলাকার বহু বিদ্যালয়ের পড়ুয়ারা ওই প্রতিযোগিতায় যোগ দেয়। যদিও সকাল থেকে ওই পড়ুয়াদের খালি পেটে আটকে রেখে ওই প্রতিযোগিতা এবং সেই উপলক্ষে আলোচনা করার অভিযোগ ওঠে উদ্যোক্তাদের বিরুদ্ধে। তা নিয়ে অভিভাবক এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। সন্ধ্যায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

এ দিকে, এ দিনই বিজেপি-র বোলপুর ব্লক কমিটির উদ্যোগে পাড়ুই থানার কসবা পঞ্চায়েতের বিদ্যাধরপুর এলাকায় দলীয় কর্মী-সমর্থক এবং এলাকার আগ্রহী বাসিন্দাদের যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সন্ধ্যায় বোলপুরের রেল ময়দানে বিজেপি-র বোলপুর মহকুমা নেতৃত্বের উদ্যোগে আয়োজিত যোগ বিষয়ক প্রশিক্ষণ এবং আলোচনায় যোগ দেন শতাধিক আগ্রহী বাসিন্দা এবং পড়ুয়া ও যুবক-যুবতীরা।

অন্য দিকে, ‘বিশ্ব যোগ দিবসে’ পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে রামপুরহাট ভারত সেবাশ্রব সঙ্ঘ আশ্রমে রবিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত যোগ শিবির অনুষ্ঠিত হয়। রামপুরহাট কামারপট্টি মোড় সংলগ্ন বিজেপি-র দলীয় কার্যালয়ে সকাল ৬টা থেকে যোগ শিবিরটি চলে। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রামপুরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে শিবতলা মন্দিরে যোগ শিবির অনুষ্ঠিত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement