প্রতীকী ছবি
চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। রবিবার বেলায় হাটিয়া-টাটানগর প্যাসেঞ্জারের জেনারেল বগিতে ওই মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দেন।
জিআরপি ও স্থানীয় সূত্রের খবর, এ দিন গৌরীনাথধাম স্টেশন থেকে ওই মহিলা দুই সন্তান ও স্বামীকে নিয়ে ট্রেনে উঠেছিলেন। মঞ্জু দত্ত নামের ওই মহিলার বাড়ি পুরুলিয়া মফস্সল থানার ডিমডিহা গ্রামে। তাঁদের নামার কথা ছিল বরাভূম স্টেশনে। সেখান থেকে মঞ্জুর বাপের বাড়ি বলরামপুরের রাঙাডি গ্রামে যাওয়ার কথা ছিল। ট্রেন পুরুলিয়া স্টেশন ছাড়তেই ওই মহিলা ট্রেনের শৌচালয়ে যান। কিন্তু শৌচালয়ের বাইরে তিনি মাটিতে শুয়ে পড়েন। সহযাত্রীরা ছুটে যান। কাপড় দিয়ে চারপাশ ঘিরে ফেলেন।
সেখানেই ওই মহিলা সন্তানের জন্ম দেন। ট্রেনে থাকা জিআরপি কর্মীরা পুরুলিয়া স্টেশনের ফাঁড়িতে খবর পাঠান। সেখান থেকে খবর যায় বরাভূম স্টেশনে। সেখানকার স্টেশন ম্যানেজার মনোজ কুমার বলেন, ‘‘ওই মহিলার সন্তান প্রসবের খবর পেয়েই আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করার জন্য স্টেশনে তড়িঘড়ি একটি অ্যাম্বুল্যান্স নিয়ে আসি। ট্রেন স্টেশনে এলে সন্তান-সহ মহিলাকে অ্যাম্বুল্যান্সে তুলে বাঁশতোড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।’’ সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তাঁদের ভর্তি রাখা হয়েছে।
সন্তান প্রসবের পরে রেলের এই উদ্যোগী খুশি মঞ্জু ও তাঁর স্বামী পাঁচু দত্ত। তাঁরা বলেন, ‘‘রেলকর্মী থেকে যাত্রীরা যা সাহায্য করেছেন, তা ভোলার নয়।’’