স্কুলে বেনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করতে গিয়ে ঘেরাও হলেন জেলা স্কুল পরিদর্শক। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাসে উঠল ঘেরাও। শুক্রবার বাঁকুড়া ২ ব্লকের চুয়াগড়া সম্মেলনী বিদ্যাপীঠের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের প্রধান শিক্ষক সৌরেন্দ্রনাথ শীটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্কুলে নানা অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন অভিভাবকেরা। লিখিত ভাবেও বিষয়টি তাঁরা জেলা স্কুল শিক্ষা দফতরে জানিয়েছিলেন। স্কুলের গাছ অবাধে কেটে বিক্রি করা, সরকারি নিয়ম না মেনে স্কুলের জিনিসপত্র কেনা, মিড-ডে মিলে অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ তোলা হয় অভিভাবকদের পক্ষ থেকে। তারই তদন্তে এ দিন স্কুলে যান জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) পঙ্কজ সরকার।
জেলা স্কুল পরিদর্শক স্কুলে ঢুকতেই অভিভাবকদের একাংশ তাঁকে ঘেরাও করে কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান। তাঁরা দাবি করেন, নিরপেক্ষ ভাবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ঘেরাও ওঠে। স্কুলে ঢুকে সব কিছু খতিয়ে দেখেন বিদ্যালয় পরিদর্শক। তাঁর বক্তব্য, “মিড-ডে মিলের বেশ কয়েক ক্যুইন্টাল চাল নষ্ট হয়েছে স্কুল কর্তৃপক্ষের উদাসীনতায়। গাছ বিক্রি ও কম্পিউটার কেনার ক্ষেত্রে সরকারি নিয়ম মানা হয়নি বলে প্রাথমিক ভাবে আমাদের মনে হয়েছে। সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’ ওই স্কুলের প্রধান শিক্ষক সৌরেন্দ্রনাথবাবুর প্রতিক্রিয়া ফোনে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে চাননি। ফোন কেটে দিয়ে স্যুইচ অফ করে দেন।