স্বামী-স্ত্রী দু’জনকেই প্রার্থী করেছে তৃণমূল।
বীরভূমের পুরভোটে তৃণমূলের প্রার্থিতালিকায় দেখা গেল দম্পতির নাম। রামপুরহাট পুরসভার দু’টি ভিন্ন ওয়ার্ডে স্বামী-স্ত্রী দু’জনকেই প্রার্থী করেছে তৃণমূল। ঘটনাচক্রে, শুক্রবার সাংবাদিক বৈঠকে খোদ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ছেন, প্রার্থিতালিকা তৈরির সময় পরিবারতন্ত্রে রাশ টানার বিষয়টিতে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তার পরও পুরভোটে স্বামী-স্ত্রী দু’জনেই কী ভাবে টিকিট পেলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে শহরের দলীয় সভাপতি সৌমেন ভগৎকে টিকিট দিয়েছে তৃণমূল। আবার সৌমেনের স্ত্রী মীনাক্ষী ভগৎ টিকিট পেয়েছেন ৫ নম্বর ওয়ার্ডে। মীনাক্ষীই ওই পুরসভার বিদায়ী পুরপ্রশাসক।
পরিবারতন্ত্রে রাশ টানার কথা বলেও প্রার্থিতালিকায় স্বামী-স্ত্রীর নাম কেন, এই প্রশ্ন তুলে শাসকদলকে বিঁধতে শুরু করেছে বিরোধীরা। বিজেপি-র জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘প্রার্থী করার মতো লোকই নেই তৃণমূলের। তাই বাধ্য হয়ে স্বামী-স্ত্রীকে প্রার্থী করতে হচ্ছে।’’
এ বিষয়ে সৌমেন বলেন, ‘‘সম্পূর্ণটাই দলের সিদ্ধান্ত। দল মনে করেছে, আমরা জিততে পারব। তাই আমাদের প্রার্থী করেছে। আর ওই দুই ওয়ার্ডে তৃণমূল কখনওই জেতেনি। দল আমাদের ওপর ভরসা রেখেছে।’’
বীরভূমের বোলপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়েও একই প্রশ্ন উঠেছে। ওই ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্রশিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের স্ত্রী কুন্তলা সিংহকে। গত পুরভোটেও প্রার্থী হয়েছিলেন তিনি।