Bus

পুরুলিয়া থেকে কলকাতায় যাওয়ার বাস বাড়ল

‘আনলক ১’-এর প্রথম সপ্তাহে পথে নামল আরও দুটি বাস— ‘কাঁসাই’ ও ‘পঞ্চকোট’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ০১:২৫
Share:

—ফাইল চিত্র।

পুরুলিয়া থেকে কলকাতাগামী আরও দু’টি সরকারি বাস চলাচল শুরু হল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) পুরুলিয়া ডিপো সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া-কলকাতা রুটের মোট পাঁচটি বাসের মধ্যে ‘ঝুমুর’ ও ‘টুসু’ চলাচল শুরু করেছিল ‘আনলক ১’-এর আগেই। ‘আনলক ১’-এর প্রথম সপ্তাহে পথে নামল আরও দুটি বাস— ‘কাঁসাই’ ও ‘পঞ্চকোট’। ‘পঞ্চকোট’ পুরুলিয়া থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে ছাড়বে বলে জানা গিয়েছে। ধর্মতলা থেকে ফিরতি পথ ধরবে পরদিন সকাল পৌনে ৭টায়। ‘কাঁসাই’-এর পুরুলিয়া থেকে ছাড়ার সময় সকাল ৯টা ১৫ মিনিট। ধর্মতলা থেকে ফেরার পথ ধরে পরদিন সকাল ৫টায়।

Advertisement

এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, ‘ঝুমুর’ পুরুলিয়া ছাড়ে ভোর ৪টে ৪৫ মিনিটে। কলকাতায় পৌঁছে ধর্মতলা থেকে আবার ছাড়ে বেলা ১টায়। ‘টুসু’ পুরুলিয়া থেকে ছাড়ে সকাল ৬টা ১০ মিনিটে। ধর্মতলা থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা হয় দুপুর ২টো ১৫ মিনিটে। এ ছাড়া, পুরুলিয়া-কৃষ্ণনগর, পুরুলিয়া-বহরমপুর রুটের দুটি বাসও গত সপ্তাহ থেকে রুটে চলাচল শুরু করেছে। পুরুলিয়া-ঝালদা (ভায়া বলরামপুর, বাঘমুণ্ডি), পুরুলিয়া-অযোধ্যাপাহাড়, পুরুলিয়া-মানবাজার, পুরুলিয়া-দুর্গাপুর ও পুরুলিয়া-বাঁকুড়া রুটের বাসগুলিও চলছে।

বাঁকুড়া ডিপো থেকে কলকাতায় যাওয়ার জন্য এসবিএসটিসির বাস চলে আটটি। এখন তার মধ্যে ছ’টি চলছে। সকাল ৬টা এবং ৭টায় দু’টি বাস ধর্মতলা রওনা হচ্ছে। করুণাময়ী যাচ্ছে চারটি বাস। ছাড়ছে সকাল ৬টা ৪০ মিনিট, ৭টা, দুপুর ১২টা এবং ২টো ৫০ মিনিটে। এসবিএসটিসি-র জ়োন ইনস্পেক্টর দেবাশিস চৌধুরী বলেন, ‘‘ধাপে ধাপে রাস্তায় এসবিএসটিসির বাসের সংখ্যা বাড়ছে।’’

Advertisement

এসবিএসটিসির পুরুলিয়া ডিপোর ইনচার্জ ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, পুরুলিয়া থেকে বাঁকুড়াগামী বাস মানবাজার হয়ে যাতায়াত করছে। পুরুলিয়া-মানবাজার রুটের বাস দিনে দু’বার যাতায়াত করছে। সকালে কেন্দা, গোপালনগর হয়ে যাচ্ছে। ফিরছে লালপুর হয়ে। বিকেলে লালপুর, পুঞ্চা হয়ে মানবাজার যাচ্ছে। গোপালনগর, কেন্দা হয়ে ফিরছে। দুর্গাপুর রুটের বাসটি বাঁকুড়া হয়ে গিয়ে আসানসোল হয়ে পুরুলিয়া ফিরছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement