ট্রাকের ধাক্কায় মৃত্যু, অবরোধ

রবিবার সন্ধেয় মুরারইয়েই ট্রাকের ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুরারই শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০৮:১৩
Share:

প্রতিবাদ: পাথর ফেলে সড়ক অবরোধ। রাজগ্রামে। —নিজস্ব চিত্র।

ট্রাকের ধাক্কায় রবিবার রাতে এক মহিলার মৃত্যুর জেরে উত্তেজনা ছড়াল। প্রতিবাদে সোমবার পথ অবরোধ হল রাজগ্রামে। রবিবার সন্ধেয় মুরারইয়েই ট্রাকের ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়।

Advertisement

মুরারইয়ের ট্রাক ঢোকা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে দুর্ঘটনায় মৃত্যুর জেরে রাস্তায় নামেন ক্ষুব্ধ মানুষ। পুলিশ সূত্রে খবর, রাজগ্রাম টোল-প্লাজার কাছে রবিবার রাতে দুর্ঘটনা ঘটে। মৃতের নাম গানজেনা বিবি (৫০)। বাড়ি রাজগ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। রবিবার সন্ধেয় গোপালপুর থেকে দাদার সঙ্গে রাজগ্রামে ট্রেন ধরতে যাচ্ছিলেন তিনি। সেই সময় একটি পাথর-বোঝাই ছ’চাকা ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা। ট্রাক আটক করে মুরারই থানার পুলিশ। চালক ও খালাসি পলাতক।

তার আগে গত কাল সন্ধেয় মুরারই-রঘুনাথগঞ্জ সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম সরিফুল মোল্লা (২৮)। বাড়ি মুর্শিদাবাদের উমরপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়িক কাজে মুরারইয়ের এসেছিলেন ওই যুবক। সন্ধেয় ওই সড়কে যাওয়ার সময় পাইকরের দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরবাইকে ধাক্কা মারে। গুরুতর জখম ওই যুবককে উদ্ধার করে মুরারই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। চালককে গ্রেফতার করা হয়।

Advertisement

রাজগ্রামে রাতের দুর্ঘটনার খবর পেয়েই উত্তেজনা ছড়ায়। রাস্তার দু’ধারে ট্রাক দাঁড়িয়ে থাকার জেরেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। দাবি করা হয়, রাস্তার পাশে আর ট্রাক দাঁড় করিয়ে রাখা যাবে না। রাস্তায় ফেলা যাবে না পাথর, অন্য ইমারতি দ্রব্য। ওই দাবিতে সোমবার সকাল ১০টা থেকে রাস্তা অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা। গোপালপুর গ্রামের কাছে ৪ নম্বর ক্র্যাশার এলাকায় অবরোধ হয়। পুলিশের আশ্বাসে এ দিন সন্ধে ৬টা নাগাদ অবরোধ ওঠে।

পুলিশ সূত্রে খবর, গ্রামবাসীদের দাবি মেনে পাথর ও ডাম্পার মালিক এবং পাথর ব্যবসায়ীদের মুরারই থানার তরফে একটি বৈঠকে বসার কথা বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রবিউল শেখ বলেন, ‘‘এমনিতেই ওই রাস্তা সঙ্কীর্ণ। সেই রাস্তার দু’ধারে ট্রাক দাঁড় করিয়ে রাখায় খুবই দুর্ভোগ হচ্ছে। পাথরও রাখা হচ্ছে রাস্তার পাশে। তাতেই দুর্ঘটনা বাড়ছে।’’ এ দিন অবরোধে শামিল হন পাথর শিল্পাঞ্চলের শ্রমিকদের একাংশও। তার প্রভাব পড়ে রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে।

রাজগ্রাম পাথর ব্যবসায়ী সমিতির সম্পাদক ও বীরভূম জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আসগর আলি বলেন, ‘‘রাজগ্রামের স্থানীয় ট্রাক মালিকেরা রাস্তার ধারে যানবাহন দাঁড় করিয়ে রাখছেন। বার বার অনুরোধ করা সত্ত্বেও লাভ হচ্ছে না। আমরা গ্রামবাসীদের দাবিকে সমর্থন করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement