মুলুকে দম্পতির রহস্যজনক মৃত্যু

বাড়িতে মিলল স্ত্রীর রক্তাক্ত নিথর দেহ। গ্রাম থেকে কিছুটা দূরে একটি গাছের গুড়ির হাঁটুর উচ্চতা থেকে গলায় দড়ি প্যাঁচানো দেহ উদ্ধার হল স্বামীর। মঙ্গলবার এ ভাবেই রহস্যজনক মৃত্যু হয়েছে বোলপুরের মুলুক কালীতলা এলাকার এক দম্পতির। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম শ্যামলী সরেন (২৭) এবং শুকুল সরেন (৩২)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০১:১৩
Share:

দেহ ঘিরে গ্রামবাসী জটলা। —নিজস্ব চিত্র।

বাড়িতে মিলল স্ত্রীর রক্তাক্ত নিথর দেহ। গ্রাম থেকে কিছুটা দূরে একটি গাছের গুড়ির হাঁটুর উচ্চতা থেকে গলায় দড়ি প্যাঁচানো দেহ উদ্ধার হল স্বামীর। মঙ্গলবার এ ভাবেই রহস্যজনক মৃত্যু হয়েছে বোলপুরের মুলুক কালীতলা এলাকার এক দম্পতির। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম শ্যামলী সরেন (২৭) এবং শুকুল সরেন (৩২)। বাড়ি কালীতলা এলাকাতেই। পরিবারের দাবি, স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন শুকুল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দু’জনের মৃত্যু অত্যন্ত রহস্যজনক। এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তাঁরা। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তাদের দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

এ দিন মৃত শুকুলের মা লক্ষ্মী সরেনের দাবি, ‘‘ছেলে বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সোমবার গভীর রাতে ও বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছু পরে দেখি ঘরে রক্তাক্ত অবস্থায় বৌমার নিথর দেহ পড়ে আছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতে চিহ্ন।’’ ঘটনার কথা তিনি পাড়া প্রতিবেশিকে জানান। তাঁর দাবি, কিছু ক্ষণ পরে খবর আসে বাড়ি থেকে কিলোমিটার দেড়েক দূরে ভীমের পাড়া এলাকায় শুকুলের দেহ পড়ে আছে। গলায় তাঁর পরনের গেঞ্জি পেঁচানো ছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছেন, অত কম উচ্চতা থেকে কেউ কী ভাবে আত্মহত্যা করতে পারে। তাঁরা গোটা ঘটনায় অন্য কোনও সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। তবে, পুলিশ এ দিনই দেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি।

পুলিশ জানিয়েছে, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যত দিন না ময়না-তদন্তের রিপোর্ট আসছে, তত দিন মৃত দম্পতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement