অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন পুরুলিয়া

রাজ্য স্কুলস্তরের তাই-কোন-ডো প্রতিযোগিতা হল পুরুলিয়া ইন্ডোর স্টেডিয়ামে। শনিবার থেকে সোমবার, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্যের ১৫টি জেলা যোগ দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৬
Share:

তাই-কোন-ডো প্রতিযোগিতায় ছৌ-নাচ।— নিজস্ব চিত্র

রাজ্য স্কুলস্তরের তাই-কোন-ডো প্রতিযোগিতা হল পুরুলিয়া ইন্ডোর স্টেডিয়ামে। শনিবার থেকে সোমবার, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্যের ১৫টি জেলা যোগ দেয়।

Advertisement

প্রতিযোগিতার সাংগঠনিক সম্পাদক নূরউদ্দিন হালদার জানান, অনূর্ধ্ব ১৪ বিভাগে ৪০ পয়েন্ট পেয়ে হাওড়া চ্যাম্পিয়ন হয়েছে। হাওড়া পাঁচটি সোনা, একটি রূপো ও দু’টি ব্রোঞ্জ পেয়েছে। এই বিভাগে ৩৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে দক্ষিণ ২৪ পরগনা। তারা পাঁচটি সোনা ও একটি ব্রোঞ্জ পেয়েছে।

অনূর্ধ্ব ১৭ বিভাগে ৩৯ পয়েন্ট পেয়ে পুরুলিয়া চ্যাম্পিয়ন হয়। পুরুলিয়া দু’টি সোনা, ছ’টি রুপো ও সাতটি ব্রোঞ্জ পেয়েছে। ৩৭ পয়েন্ট পেয়ে এই বিভাগে দ্বিতীয় হয়েছে হাওড়া। তাদের দখলে তিনটি সোনা, চারটি রুপো ও চারটি ব্রোঞ্জ।

Advertisement

অন্য দিকে, অনূর্ধ্ব ১৯ বিভাগে ৩৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় হাওড়া। হাওড়া চারটি সোনা, একটি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়েছে।

এই বিভাগে ৩১ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয় পুরুলিয়া ও মধ্য কলকাতা। পুরুলিয়া একটি সোনা, সাতটি রুপো ও তিনটি ব্রোঞ্জ জিতেছে। মধ্য কলকাতা চারটি সোনা, একটি রুপো জিতেছে। প্রতিযোগিতার আয়োজক ছিল জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement