Moblinching

চোর সন্দেহে ২ যুবককে খুঁটিতে বেঁধে গণধোলাই রামপুরহাটে

ওই দুই যুবককে ধরে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ফেলা হয়। শুরু হয় লাঠি এবং বাঁশ দিয়ে বেধড়ক মার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৮:৪৪
Share:

তখন ওই দুই যুবককে বেঁধে চলছে মারধর। নিজস্ব চিত্র

চোর সন্দেহে দুই যুবককে খুঁটিতে বেঁধে গণধোলাই। রবিবার বীরভূমের রামপুরহাটের কালীডাঙা মোড়ে দেখা গিয়েছে এই অমানবিক দৃশ্য। শেষ পযর্ন্ত বাঁধন ছিঁড়ে পালিয়ে যায় ওই দু’জন।

Advertisement

ঘটনার সূত্রপাত, দিন কয়েক আগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীডাঙা মোড়ের কাছে একটি পরিত্যক্ত লোহার সামগ্রী ক্রয়বিক্রয়ের দোকানে লাগাতার চুরি হচ্ছিল। এমনটাই অভিযোগ দোকান মালিকের। রবিবার দুই যুবককে ওই দোকানের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই দু’জনের গতিবিধ দেখে তাঁদের সন্দেহ হয়। এর পর ওই দুই যুবককে ধরে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ফেলা হয়। শুরু হয় লাঠি এবং বাঁশ দিয়ে বেধড়ক মার।

জনতার রোষের সামনে কাকুতিমিনতি করতে থাকেন দু’জনেই। কিন্তু তাতে পরিস্থিতির বদল হয়নি। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসার আগেই হাতের বাঁধন খুলে চম্পট দেয় ওই দুই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement