মাদক-বিরোধী মিছিলে দুই জেলা

বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে রবিবার দুই জেলায় নানা অনুষ্ঠান হল। এ দিন বাঁকুড়ার বিভিন্ন এলাকায় জেলা পুলিশের তরফে মাদক বিরোধী দিবস উদ্‌যাপন করা হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০৭:৩৮
Share:

বাঁকুড়ার পথে পড়য়ারা। —নিজস্ব চিত্র

বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে রবিবার দুই জেলায় নানা অনুষ্ঠান হল। এ দিন বাঁকুড়ার বিভিন্ন এলাকায় জেলা পুলিশের তরফে মাদক বিরোধী দিবস উদ্‌যাপন করা হয়। ইঁদপুর, হিড়বাঁধ ও রানিবাঁধ থানা এলাকায় স্থানীয় পড়ুয়াদের নিয়ে পদযাত্রা করেন পুলিশকর্মীরা। ইঁদপুর গোয়েঙ্কা হাইস্কুলের সামনে মাদকবিরোধী সচেতনতায় একটি পথনাটিকা হয়।

Advertisement

মাচানতলা মোড় থেকে একটি পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলাপুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সবরি রাজকুমার কে, অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) পার্থ ঘোষ, জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত প্রমুখ। মাচানতলায় একটি বাইক র‌্যালি ও পদযাত্রাও হয়। জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতা হয় বাঁকুড়া পুলিশ লাইনে। উদ্যোক্তারা জানান, ‘ড্রাগের নেশা সর্বনাশা’ শীর্ষক ওই প্রতিযোগিতায় মোট ৮৩ জন পড়ুয়া যোগ দিয়েছিল। প্রতিযোগিতার প্রথম তিন স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।

পুরুলিয়ার রবীন্দ্র ভবনেও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা পুলিশ। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার রূপেশ কুমার, জেলা আবগারি দফতরের আধিকারিক তুহিন নাথ প্রমুখ। মাদক বিরোধী সচেতনতার জন্য ‘ব্যাধি’ নামে একটি নাটকও মঞ্চস্থ হয়।

Advertisement

মানবাজার থানার উদ্যোগে একটি পদযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। যোগ দিয়েছিলেন বিডিও (মানবাজার ১) সত্যজিৎ বিশ্বাস, জয়েন্ট বিডিও মনোজিৎ বসু, সি আই (মানবাজার) সুবীর কর্মকার, থানার ওসি শেখর মিত্র ও পড়ুয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement