Birbhum Hospital

আচমকাই ফলস্ সিলিং ভেঙে পড়ল গায়ে! বীরভূমের সুপার স্পেশালিটিতে জখম দুই রোগী

হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে আচমকাই হাসপাতালের মহিলা ওয়ার্ডের ফলস্ সিলিংটি ভেঙে পড়ে। ফলস্ সিলিংয়ের আঘাতে দু’জন জখম হয়েছেন। এক জনের মাথায় আঘাত লেগেছে। আর এক জনের হাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৫:০১
Share:

—নিজস্ব চিত্র।

ওয়ার্ডে নিজের নিজের শয্যায় ছিলেন রোগীরা। নার্সরাও যাওয়া-আসা করছিলেন। এমন সময় আচমকাই ভেঙে পড়ল হাসপাতালের ফলস্ সিলিং। বীরভূমের সিউড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত সিলিং সারানোর আশ্বাস দিয়েছেন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে আচমকাই হাসপাতালের মহিলা ওয়ার্ডের ফলস্ সিলিংটি ভেঙে পড়ে। ফলস্ সিলিংয়ের আঘাতে দু’জন জখম হয়েছেন। এক জনের মাথায় আঘাত লেগেছে। আর এক জনের হাতে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং রোগীদের পরিবারের লোকেদের মধ্যে।

বীরভূমের সদর শহর সিউরিতে রয়েছে হাসপাতালটি। এই হাসপাতালের উপর লাখ লাখ মানুষ নির্ভরশীল। শুধু বীরভূমের মানুষেরাই নন, পড়শি রাজ্য ঝাড়খণ্ডেরও প্রচুর মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। সেই সুপার স্পেশালিটি হাসপাতালে কী করে এই দুর্ঘটনা ঘটে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে রোগীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও। ঘটনার পরেই হাসপাতালে গিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি। তিনি জানান, দু’জনের চোট সামান্য। পাশাপাশি, তিনি বলেন, ‘‘দ্রুত কাজ করানোর চেষ্টা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement