র্যালিতে প্রায় ১ হাজার ট্রাক্টর অংশ নেয়। নিজস্ব চিত্র।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার বীরভূমে রামপুরহাট পাঁচমাথা মোড়ে অর্নির্দিষ্টকালের ধর্ণায় বসল বাংলা সংস্কৃতি মঞ্চ। সেই সঙ্গে মুরারই থেকে রামপুরহাট পাঁচমাথা মোড় পর্যন্ত ট্র্যাক্টর নিয়ে র্যালিও করে তারা। র্যালিতে প্রায় ১ হাজার ট্র্যাক্টর ছিল বলে দাবি করা হয়েছে মঞ্চের তরফে। র্যালি শেষে অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।
বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম বলেন, “আমাদের একটাই দাবি, কৃষক বিরোধী এই আইন প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে ইতিমধ্যেই আমরা অর্নির্দিষ্ট কালের অবস্থান বিক্ষোভে বসেছি। সোমবার আমরা ট্র্যাক্টর র্যালি করলাম। কৃষক, গ্রাম বাংলার মানুষ এই র্যালিতে অংশ নিয়েছেন। যত দিন না এই কৃষি আইন প্রত্যাহার হচ্ছে, আমাদের আন্দোলন চলবে।”