কৃষকদের পাশে নাট্যকর্মীরা। নিজস্ব চিত্র।
কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের লাগাতার আন্দোলনের সমর্থনে এ বার এগিয়ে এলেন শান্তিনিকেতনের নাট্যকর্মীরা। আন্দোলনের সমর্থনে শান্তিনিকেতনের রতনপল্লির মাঠে বুধবার সন্ধ্যায় অয়োজন করা হয় ‘দ্রোহ’ নামের এক পথনাটিকা। আয়োজনে ‘আমরা সবুজ’ নাট্য গোষ্ঠী।
‘দ্রোহ’-এর মাধ্যমে নাট্যকর্মীরা তুলে ধরেন, কী ভাবে কৃষক সবার পেট ভরানোর পরেও নিজেরা অবহেলিত থেকে যায়, কেউ তাঁদের কথা ভাবেন না। দিনের পর দিন কৃষকদের অবস্থা আরও খারাপ হয়েছে। উৎপাদিত শস্যের সঠিক মূল্য পায় না।
‘আমরা সবুজ নাট্য গোষ্ঠী’র সদস্য ইকবাল আহমেদ বলেন, “আমরা যে হেতু নাট্যকর্মী, নাটকই আমাদের হাতিয়ার। তাই কৃষকদের সমর্থনের পথ হিসাবে নাটককেই বেছে নিয়েছি। তা ছাড়া আন্দোলনটা শুধু কৃষকদের নয় আন্দোলনটা দেশের সব খেটে খাওয়া মানুষের। আমরা কৃষকদের পাশে আছি এবং অন্য শিল্পীদেরও আহ্বান জানাচ্ছি কৃষক আন্দোলকে সমর্থন করতে।”