ভাষার প্রচারে সাইকেলে পুরী

মাতৃভাষা ও সাহিত্যের গুরুত্ব নিয়ে জন সচেতনতা গড়ে তুলতে সাইকেল র‌্যালিতে ওড়িশার দিকে যাত্রা শুরু করল বিশ্বভারতীর ছাত্র, গবেষকদের একাংশ। শনিবার সকালে শান্তিনিকেতনের উপাসনা মন্দিরের সামনে থেকে বিশ্বভারতীর ওড়িয়া বিভাগের ছাত্র, গবেষক নিয়ে বারো সদস্যের একটি প্রতিনিধিদল ওই সাইকেল র‌্যালিতে পুরীর দিকে রওনা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০১:৩৬
Share:

যাত্রা শুরু। —নিজস্ব চিত্র।

মাতৃভাষা ও সাহিত্যের গুরুত্ব নিয়ে জন সচেতনতা গড়ে তুলতে সাইকেল র‌্যালিতে ওড়িশার দিকে যাত্রা শুরু করল বিশ্বভারতীর ছাত্র, গবেষকদের একাংশ। শনিবার সকালে শান্তিনিকেতনের উপাসনা মন্দিরের সামনে থেকে বিশ্বভারতীর ওড়িয়া বিভাগের ছাত্র, গবেষক নিয়ে বারো সদস্যের একটি প্রতিনিধিদল ওই সাইকেল র‌্যালিতে পুরীর দিকে রওনা হয়। সাইকেল র‌্যালির উদ্যোক্তা উৎকল সম্মেলনী ও কলিঙ্গ সেনা। বিশ্বভারতীর ওড়িয়া বিভাগের গবেষক দিব্যশক্তি সামন্তরায়, ইন্দ্রনীল ভঞ্জ, ছাত্রছাত্রী দীপক মিশ্র, রঞ্জিতা কর, সুমন রাউতরা জানান, পুরীর সাক্ষী এলাকায় তাঁদের এই সাইকেল র‌্যালি পৌঁছবে। তার জন্য পনেরো দিন সময় ধার্য হয়েছে। মাতৃভাষা এবং সাহিত্যের পাশাপাশি ওড়িয়া ভাষা ও সাহিত্য নিয়ে জনসচেতনতা গড়ে তোলা এই র‌্যালির অন্যতম এক উদ্দেশ্যে।

Advertisement

তাঁদের দাবি, ওড়িয়া বিষয় হিসেবে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিতে যেখানে পড়ানো হয়, সে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট বিষয় নিয়ে পঠন পাঠন করাদের নিয়োগের দাবি জানানো হবে। জানা গিয়েছে, ওড়িয়া বিষয় নিয়ে পঠন পাঠন চলা একাধিক বিদ্যালয়ে অন্য বিষয়ের শিক্ষক শিক্ষিকারা ওড়িয়া ভাষা পঠন পাঠনের দায়িত্বে আছেন। অবিলম্বে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবি উঠেছে ওই র‌্যালিতে। ওড়িয়া বিভাগের একাধিক অধ্যাপক-অধ্যাপিকারা হাজির ছিলেন এ দিনের ওই র‌্যালি শুরুর অনুষ্ঠানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement