TMC

Chandranath Sinha: উপোস করুন, ২০২৪ সাল পর্যন্ত সমঝে চলতে হবে, তা হলে আবার ১০ বছর রাজত্ব: চন্দ্রনাথ

পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে বীরভূমে বুথে বুথে কর্মিসভা করছে তৃণমূল। রবিবার ইলামবাজারে তেমনই এক কর্মিসভায় বিস্ফোরক চন্দ্রনাথ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৮:০৬
Share:

চন্দ্রনাথ সিন্‌হা। — ফাইল চিত্র।

যা করেছেন করেছেন, ভুলে যান। ২০২৪ সাল পর্যন্ত আপনাদের একটু নিয়ম মেনে চলতে হবে। দলীয় কর্মীদের ঠিক এ ভাবেই পরামর্শ দিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্‌হা।

Advertisement

পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে বীরভূমে বুথে বুথে কর্মিসভা করছে তৃণমূল। রবিবার ইলামবাজারে তেমনই একটি কর্মিসভায় যোগ দেন চন্দ্রনাথ। সেখানে তিনি বলেন, ‘‘যা করেছেন করেছেন, ভুলে যান। ২০২৪ সাল পর্যন্ত আপনাদের একটু নিয়ম মেনে চলতে হবে। তাই বুথের দায়িত্বে যাঁরা আছে্‌ আমি আপনাদের অনুরোধ করব, বুথের সমস্ত মানুষকে নিয়ে বসুন। আগেও বলেছি। শুনছেন না। তাই শেষ বারের মতো বলছি যে, বুথের দায়িত্ব যাঁরা নিয়েছেন তাঁরা সকলের সঙ্গে বসুন। কাউকে অচ্ছুৎ করে রাখবেন না। যে লড়াই আসছে, সেখানে আমরা সকলে যদি একসঙ্গে থাকতে না পারি, তা হলে তারা কিন্তু কিস্তিমাত করে বেরিয়ে চলে যাবে। তখন কান্না ছাড়া আমাদের আর কিছু থাকবে না।’’

আগামী ‘১০ বছর রাজত্ব’ করতে গেলে দলের কর্মীদের কোন পথে হাঁটতে হবে সেই গাইডলাইনও বাতলেছেন চন্দ্রনাথ। তাঁর পরামর্শ, ‘‘আপনারা অনেকেই রোজা রাখেন এক মাসের। কষ্ট করেন। আবার অনেকে উপোস করেন নানা পুজোতে। এই উপোস করুন, রোজা রাখুন। এই রকম ২০২৪ সাল পর্যন্ত একটু সমঝে চলতে হবে। মানুষের সঙ্গে মিশতে হবে। সরকারি যে ৭৪টি প্রকল্প আছে তা কে পাননি তা বাড়ি বাড়ি খোঁজ করুন। দল দেখবেন না। কে ভাল, কে খারাপ তা দেখার দায়িত্ব আপনার নয়। আপনাকে কে অধিকার দিল যে, ও খারাপ, ওকে দেওয়া যাবে না? এই অধিকার আপনার নেই।’’

Advertisement

কর্মীদের প্রতি তাঁর হুঁশিয়ারি, ‘‘বার বার বলছি, এমন খবর যেন আমাদের কাছে না আসে। তা হলে নিজের দায়িত্বে করবেন। সেই দায়িত্ব দল নেবে না। আমরা পরিষ্কার করে বলে দেব, ওই বুথ প্রেসিডেন্ট আমাদের নয়। সাবধানে চলুন। কোনও অসুবিধা নেই। এই দেড়-দুই বছর যদি সাবধানে থাকেন তা হলে আবার ১০ বছর রাজত্ব করতে পারবেন। এ বার রাস্তাটা বেছে নেবেন আপনারা। যে এখনই পালাবেন না কি আরও ১০ বছরের জন্য এগোবেন। সেটার দায়িত্ব আপনাদের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement