বান্দোয়ানে পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনের পরে তৃণমূলের একমাত্র জয়ী সদস্যকেই প্রধান হিসাবে নির্বাচিত করা হয়েছিল। উন্নয়নের কাজ ঠিকমতো হয়নি বলে অভিযোগ তুলে সম্প্রতি তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তিন এবং কংগ্রেস সমর্থিত এক সদস্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বান্দোয়ান শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ০০:৪৯
Share:

পঞ্চায়েত নির্বাচনের পরে তৃণমূলের একমাত্র জয়ী সদস্যকেই প্রধান হিসাবে নির্বাচিত করা হয়েছিল। উন্নয়নের কাজ ঠিকমতো হয়নি বলে অভিযোগ তুলে সম্প্রতি তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তিন এবং কংগ্রেস সমর্থিত এক সদস্য। কিন্তু তলবি সভার আগেই বান্দোয়ানের কুমড়া পঞ্চায়েত প্রধান অরুণ সিংহ ইস্তফা দেওয়ায় সেটির দখল তৃণমূলের হাতছাড়া হল। বিডিও (বান্দোয়ান) সুদীপ বিশ্বাস জানান, শীঘ্রই ওই পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচন হবে।

Advertisement

বান্দোয়ানের কুমড়া পঞ্চায়েতে মোট আসন ৭টি। গত নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৩টি, সিপিএম ২টি এবং তৃণমূল ও কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীরা ১টি করে আসন পান। মোর্চার সমর্থনে তৃণমূলের অরুণ সিং প্রধান নির্বাচিত হন। এত দিন পরে অনাস্থা আনা নিয়ে প্রশ্ন করা হলে মোর্চার জেলা সম্পাদক, বোরো থানার কুটনি গ্রামের বাসিন্দা কমলাকান্ত বাস্কে বলেন, ‘‘তখন ভেবেছিলাম তৃণমূল সরকারে রয়েছে। শাসকদলের প্রতিনিধি প্রধান হলে উন্নয়নে গতি আসবে। তাই সমর্থন করেছিলাম। কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয়নি।’’ একই দাবি করেছেন কুমড়া এলাকার বাসিন্দা সিপিএমের জোনাল কমিটির সম্পাদক রথু সিং-ও।

ইস্তফা পত্র জমা দেওয়ার বিষয়ে প্রাক্তণ প্রধান অরুণবাবু বলেন, ‘‘ওই পঞ্চায়েতে আমি এক মাত্র তৃণমূল সদস্য। তলবি সভায় কী ফল হবে সেটা জানাই ছিল। তাই দলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’’ বান্দোয়ানের ব্লক তৃণমূল যুব সভাপতি জগদীশ মাহাতো বলেন, ‘‘আমরা অরুণবাবুর মতে সায় দিয়েছি। আগামী নির্বাচনে পঞ্চায়েত চালানোর মত পূর্ণ ক্ষমতা নিয়ে ফিরতে চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement